Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IND vs SA : মিলারদের দাপটে ফিকে পন্থ-পান্ডিয়ারা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২, ০৯:৪৩:১৭ এম
  • / ৩২৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

টানা ১২ টি টি টোয়েন্টি ম্যাচ জয়ের দৌড় টিম ইন্ডিয়ার থেমে গেল। দিল্লিতে ভারত – দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতে নিল প্রোটিয়ারা। জয় এল ৭ উইকেটে। ভারতের ৪ উইকেটে ২১১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫ বল বাকি থাকতে ৩ উইকেট খুইয়ে তুলে নিল।।

এর জয়ের কারিগর সেই ‘কিলার’ মিলার। আর রাসি ভান ডের ডাসান। তৃতীয় উইকেটে দুজনে যোগ করে ফেলেন ১৩১ রান। তারমধ্যে ডাসানের ছিল ৪৬ বলে ৭৫ রান। আর মিলারের ছিল ৩১ বলে ৬৪ রান। দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা ১৪ টি ছক্কা হাঁকান। আর বাউন্ডারি ছিল মোট ১৭ টি। এর চার-ছক্কার দাপটে ১৫২ রান চলে আসে। বাকি ৬০ রান এদিক ওদিক থেকে। এর থেকে বোঝাই যায়, ভারতীয় বোলারদের কেমন হাল হয়েছে।

ভারতীয় দলের ‘বিশ্রামের’ তালিকাটি লম্বা হয়ে যায় ম্যাচের আগের দিনও। আগে থেকে এই সিরিজে নেই জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ছিলেন না দুই নুতন বলের জুটি শামি আর বুমরা। এই সিরিজের নেতা কে এল রাহুল আর চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তারপরও ভারতীয় দল ঋষভ পন্থ (নয়া নেতা) আর হার্দিক পান্ডিয়ার (নয়া সহ-নেতা) শেষ পর্বে ব্যাটিং দাপটে ৪ উইকেটে ২১১ রান তুলে ফেলেছিল। যা টি টোয়েন্টি ম্যাচে ভারতের সেরা স্কোর। শুরুতে ঈশান কিষাণ বুঝিয়ে দিলেন আই পি এল শেষ, দেশের হয়ে খেলতে নেমেই তিনি ছন্দে ফিরছেন (৪৮ বলে ৭৬ রান)। অন্য ওপেনার ঋতুরাজ গায়কোয়ার (১৫ বলে ২৩ রান), শ্রেয়স আয়ার (২৭ বলে ৩৬ রান)-তিনজনের চালিয়ে খেলায় ১৬.১ ওভারে ভারত ১৫৬ রান তুলে ফেলেছিল। প্রায় ওভার পিছু ১০ রান। এরপর পন্থ (১৬ বলে ২৯ রান) আর হার্দিক (অপরাজিত ১২ বলে ৩১রান) মিলে সেই চতুর্থ উইকেট জুটিতে ১৮ বলে ৪৬ রান তুলে নেন। পন্থ ফিরে গেলে, শেষ ৫ বলে হার্দিক আর কার্তিক ৯ রান যোগ করে নেন। কিন্তু যেটা চোখে পড়ার তা ছিল প্রোটিয়া বোলারদের ১২ টি ওয়াইড বল! প্রায় দুটি বাড়তি ওভার ভারতীয় দলের ব্যাটাররা খেলতে পেরেছে।

আর রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা? ৮.৪ ওভারে ৩ উইকেট ৮১ রান শুরুতে চেপে রেখেছিল। যদিও পাওয়ার প্লেতে পিঞ্চ হিটার করে ক্রিজে পাঠানো ডোয়াইন প্রিটরিয়াস (১৩ বলে ২৯ রান) কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। ওপেনার কুইন্টন ডি কক (১৮ বলে ২২ রান) ভয়ংকর হয়ে উঠতে পারেননি। দলের নেতা বাভূমাও (৮ বলে ১০ রান) পারেননি। এরপর খেলা শুরু করেন আইপিএল সেরা ব্যাটার মিলার।

টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৯৬ ম্যাচ খেলা মিলার আর ৩৫ টি ম্যাচ খেলা ডাসানকে সঙ্গে নিয়ে দলের স্কোর টানতে থাকেন। প্রথম আঘাত ভারতীয় শিবিরে লাগে হার্দিকের ওভারে (পঞ্চম) ৩ টি ছক্কা। প্রোটিয়াদের স্কোর চলে যায় এক উইকেটে ৬০ রান! এরপর মিলার আবার ১৩ ওভারে ১৯ রান তুলে নেন। এরপর ১৫ তম ওভারে ২২ বলে নিজের হাফ সেঞ্চুরি করে নেন।

জুটিতে ম্যাচ জিতলেন মিলাররা।

অন্য প্রান্তে ডাসানের (২৯ রানে তখন) ক্যাচ মিস করেন আয়ার। এরপর নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন ৩৭ বলে। আর সেই ১৭ তম ওভারে ২২ রান তুলে ফেলে পাল্টা চাপের মুখে ঠেলে দেন টিম ইন্ডিয়াকে। পরের ওভারে দুজনের জুটিতে ১০০ রানের গণ্ডি টপকে যান। পরের ১২ রান তুলে আনতে ভাবতে হয়নি। যজুবেন্দ্র চাহালের বল ডাসান রিভার্স সুইপ মেরে বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা-মিলারই। পরের ম্যাচ ১২ জুন, কটকের বরবাটি স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ( ২০ ওভার) ২১১/৪ ( ঈশান ৭৬, আয়ার ৩৬, হার্দিক অপরাজিত ৩১, পন্থ ২৯, রুতুরাজ ২৩, ওয়াইড বল ১২)

দক্ষিণ আফ্রিকা (১৯.১ ওভার) ২১২/৩ ( ডাসেন অপরাজিত ৭৫, মিলার অপরাজিত ৬৪, প্রিটোরিয়াস ২৯)

ছবি:সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team