Placeholder canvas
কলকাতা বুধবার, ২৬ জুন ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Congress: গান্ধী পরিবারকে তোপ দেগে দলীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা তরুণ কংগ্রেস নেতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ০৬:৪৫:০১ পিএম
  • / ৬৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

নয়াদিল্লি: কংগ্রেসের নড়বড়ে ভিত মজবুত করতে বেকারত্ব ও কর্মসংস্থানকে হাতিয়ার করে দেশের যুবসমাজকে কাছে টানার চেষ্টা করে থাকেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী৷ এবার ওই ত্রয়ীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বুধবার জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের তরুণ নেতা জয়বীর শেরগিল৷ সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঠানো পদত্যাগপত্রে শেরগিল জানিয়েছেন, দলের নীতি নির্ধারণের দায়িত্বে থাকা নেতাদের দৃষ্টিভঙ্গি দেশের যুবসমাজের আশা-আকাঙ্খার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ এমনকী গত এক বছরে গান্ধী পরিবারের অফিসেও তিনি ঢুকতে পারেননি৷ একরাশ বিরক্তি নিয়ে শেষপর্যন্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন শেরগিল৷

গত আট বছর ধরে কেন্দ্রে ক্ষমতার বাইরে কংগ্রেস৷ তারপর যত সময় গড়িয়েছে ততই পায়ের তলায় জমি হারিয়েছে তারা৷ একাধিক রাজ্যে বিরোধী দলের মর্যাদা হারিয়ে কংগ্রেস তৃতীয় ও চতুর্থ স্থানে নেমে এসেছে৷ রাজস্থান, ছত্তীশগড়, ঝাড়খণ্ড এবং বিহার ছাড়া এই মুহূর্তে বড় কোনও রাজ্যে তারা ক্ষমতায় নেই৷ তার মধ্যে রাজস্থান ও ছত্তীশগড় ছাড়া বাকি দুই রাজ্যে তারা জোট সরকারের শরিক৷ ইতিমধ্যে কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন বহু নেতা৷ তবে শেরগিল এখনও পর্যন্ত কংগ্রেসে থাকলেও দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ ৩৯ বছর বয়সি আইনজীবী শেরগিল কংগ্রেসের অন্যতম প্রতিভাবান তরুণ নেতা৷ গত কয়েকদিন ধরে তাঁর ইস্তফা নিয়ে জলঘোলা হচ্ছিল৷ দলের সাংবাদিক বৈঠকগুলিতে তাঁকে দেখা যাচ্ছিল না৷ সেই শেরগিল এদিন গান্ধী পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করে সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘বাস্তব থেকে অনেক দূরে চলে গিয়েছেন কংগ্রেসের নীতি নির্ধারকরা৷ আমি গত এক বছরে অনেকবার রাহুল, সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি৷ কিন্তু আমাকে অফিসে ডাকা হয়নি৷’ গত আট বছরে দলের জন্য নিরলস কাজ করে গিয়েছেন বলে দাবি শেরগিলের৷ তবে গান্ধী পরিবার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে রাজি হননি৷ জয়বীরের বিস্ফোরক অভিযোগ, কংগ্রেস নেতৃত্বকে পরিচালিত করছেন স্তাবকরা৷

কিছুদিন আগেই প্রবীণ নেতা গুলাম নবি আজাদ কাশ্মীরের নির্বাচন সংক্রান্ত কমিটি থেকে ইস্তফা দিয়েছেন৷ একইভাবে গান্ধী পরিবার ঘনিষ্ঠ আনন্দ শর্মা হিমাচল প্রদেশের নির্বাচন কমিটি থেকেও পদত্যাগ করেছেন৷ ওই দু’জনই কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর সদস্য৷ দলের উঁচু থেকে নিচুতলা অবধি সংগঠনের নেতৃত্বে আমূল বদল ও নির্বাচন চেয়ে জি-২৩ গোষ্ঠী দাবি জানিয়ে আসছে৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কংগ্রেস সভাপতি পদেও নির্বাচন হওয়ার কথা৷ কিন্তু সভাপতি পদ গ্রহণে রাহুল এখনও রাজি না হওয়ায় সেই নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে৷ রাজনৈতিক মহলের মতে, নেতৃত্বের সংকটে ভুগতে থাকা কংগ্রেসের অন্দরে অন্তর্কলহ এতে আরও বাড়বে৷ যা আদতে বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের ভিতকেই দূর্বল করে দেবে৷ দলের এই সংকটকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যে বিদেশে চলে যাচ্ছেন৷ মায়ের সঙ্গী হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কাও৷ দিল্লি ফেরার আগে সোনিয়া ইতালিতে তাঁর অসুস্থ মাকে দেখতে যাবেন৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫২৬ ২৭ ২৮ ২৯
৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team