Placeholder canvas
কলকাতা সোমবার, ২৭ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Modi Government | মোদি সরকারের ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন ‘জুমলা বাজি’ ছাড়া আর কিছুই নয়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Buddhadeb Pan
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ০৪:২০:৩৮ পিএম
  • / ২০৩ বার খবরটি পড়া হয়েছে
  • Buddhadeb Pan

নয়াদিল্লি: হাতে আর প্রায় বছর খানেক সময়। ২০২৪ সালে এই সময়েই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের (Biggest Festival of Democracy) আয়োজন হবে, অর্থাৎ দেশে লোকসভা নির্বাচন (General Election 2024) রয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার (Modi Government) এখন থেকেই দেশবাসীকে স্বপ্ন দেখাতে শুরু করে ভারত ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির (5 Trillion Dollar Economy) দেশ হবে। ১ ট্রিলিয়ন অর্থাৎ ১ লক্ষ কোটি। ৫ ট্রিলিয়ন মানে হলো ৫ লক্ষ কোটি। সহজ ভাষায় বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সরকারে কথা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ৫ লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতির দেশ হবে। কিন্তু বিষয় হলো, ভারত যদি তথাকথিত ‘ফাইভ ট্রিলিয়ন ডলার’ অর্থনীতির দেশ হয়, তাতে দেশের আম জনতার (General People of the Country) কি কোনও লাভ হবে? সাধারণ মানুষ কি আদৌ জানতে চাইবেন, ভারতীয় মুদ্রায় (Indian Currency) তিনি যা আয় করছেন, তা দিয়ে তিনি কী কিনতে পারবেন, আপ কী কিনতে পারবেন না? বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মার্কিন ডলারের নিরিখে ভারতের টাকা কতটা জোরদার হলো বা এগলো এবং আমাদের ক্রয় ক্ষমতা (Purchasing Power) কতটাই বাড়লো? 

আরও পড়ুন: BJP | Win 2024 | মোদির খয়রাতি রাজনীতি কী ফের ২০২৪-এ গদিতে বসাতে পারবে? 

২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় এসেছে। সেই সময় ভারতের অর্থনীতি (India’s Economy) ছিল ১.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। এরপর, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতা আসীন হওয়া, সেসময় ভারতের অর্থনীতি ছিল ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। চার বছর আগেই মোদি সরকার ২.০ (Modi Government 2.0) ঘোষণা করেছিল ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের অর্থনীতিকে ডাবল (Double) করে তুলে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া হবে। চলতি বছরে গোড়ার দিকে আন্তর্জাতিক অর্থ তহবিলের (International Monetary Fund – IMF) ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক (World Economic Outlook) পূর্বাভাস দিয়েছিল, ভারতীয় অর্থনীতি বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে ২০২৬-২৭ অর্থবর্ষে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পৌঁছবে। যাঁরা পরিসংখ্যানপ্রেমী (Stats-lover), তাঁদের জন্য বলে রাখা, আইএমএফ-এর দেওয়ার তথ্যে বলা হয়েছিল, ২০২১-২২ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ছিল ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০২২-২৩ অর্থবর্ষে (Fiscal Year – FY) তা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৩.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। গত মার্চে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক দাবি করেছে, আন্তর্জাতিক অর্থ তহবিল যে পূর্বাভাস (Forecast) দিয়েছে, তার অনেক আগেই অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষেই ভারত ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির ম্যাজিক ফিগার (Magic Figure) ছুঁয়ে ফেলবে। 

কিন্তু ভেবে দেখার বিষয় হলো, ২০২৪-২৫ অর্থবর্ষ আর ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির এই তথাকথিত লোভনীয় প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা (Enticing Promises and Goals) আজ থেকে চার বছর আগেই শুনিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার। অর্থাৎ বিজেপি আগে থেকেই আশাবাদী, তারা আরও একদফা ক্ষমতায় বসতে চলেছে। আর সাধারণ মানুষকে সেইভাবেই স্বপ্ন দেখানোর চেষ্টা চলছে। সোজা কথায়, রাজনীতির পাবলিসিটি স্টান্ট এবং ব্র্যান্ডিং (Political Publicity and Branding)। যে নরেন্দ্র মোদি খুব ভালো পারেন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল একেই জুমলা (Jumla) বলে, অর্থাৎ ভাঁওতা। আর সোজা করে বললে, চালাকি। মোদি সরকারের নীতি – মানুষকে বৃহৎ সংখ্যার স্বপ্ন দেখাও, ভুরিভুরি মিথ্যে প্রতিশ্রুতি দাও। দেশের আম জনতা এমনিতেই নানা সমস্যায় জর্জরিত, তাঁরা জানতেও চাইবেন না, ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হলে, দেশের জিডিপি কত হবে বা মাথা পিছু আয় কত হবে দেশের আয়োযোগ্য জনগোষ্ঠীর?    

অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য, ভারতকে ৫ লক্ষ কোটি টাকার অর্থনীতির দেশ হতে হলে মাথা পিছু ডিজিপি (Gross Domestic Product – GDP) হতে হবে ৩০০০ মার্কিন ডলারের সামান্য কিছু বেশি। অর্থাৎ প্রতিটি ভারতবাসী মিলিয়নিয়ার (Millionaire) হবেন, আর যাঁরা মিলিয়নিয়ার আছেন, তাঁরা হবেন বিলিয়নিয়ার (Billionaure)। এটা স্বপ্নে সম্ভব, বাস্তবে কি আদৌ সম্ভব। দেশের ৫০ শতাংশ মানুষ এখনও গরিব (Poor), তরুণ প্রজন্ম (Young Generation) কাছে চাকরি (Job) নেই। মোদিজির মেক ইন ইন্ডিয়ার (Make In India) স্বপ্নের উড়ানও আর পথ দেখাতে পারছে না। এই অবস্থায় ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হলেও, আম ভারতবাসী (Indian) কী করে মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার (লাখপতি বা কোটিপতি) হবেন? 

আসলে ভাঁওতা দিতে পটু মোদি সরকার। পরিসংখ্যানেই লুকিয়ে রয়েছে মোদিজির ভাঁওতাবাজি। দেশের ৭৫ শতাংশ সম্পদ রয়েছে ১০ শতাংশ জনসংখ্যার কাছে। দেশের ৯ জন বিলিয়নিয়ারের সম্মিলিত ধনরাশি দেশের ৫০ শতাংশ গরিব মানুষের (আয়ের দিক থেকে নিচের সারিতে থাকা) থেকেও বেশি। আশ্চর্যের বিষয় হলো, দেশের ৪৫ শতাংশ ধনসম্পদ ভারতীয় ধনকুবেদের শীর্ষে থাকা ১ শতাংশের দখলে রয়েছে। অতএব, ভারত ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির দেশ হলে সাধারণ মানুষের নয়, লাভ হবে বহুজাতিক সংস্থাগুলির (Multinational Organisations), বড় কোম্পানিগুলির (Big Companies) এবং সেই সমস্ত সংস্থার কর্ণধার (Company Owners) এবং তাঁদের অধীনে কাজ করা উচ্চ-পদস্থ কর্মকর্তাদের (High-level Executives)। 

২০২৪ সালে মোদি সরকার ৩.০ ক্ষমতায় বসবে নাকি, তা সময়ই বলবে। ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হয়ে উঠবে কিনা, তা সঠিক সময় এলেই জানা যাবে। মোদি সরকারের পূর্বাভাস সত্যি হলে, পরিসংখ্যানের হিসেবে ভারতীয়দের মাথা পিছু আয় ৩০০০ মার্কিন ডলার হবে ঠিকই, কিন্তু দেশের নিম্ন মধ্যবিত্তরা (Lower Middle Class) নিম্ন মধ্যবিত্তই থেকে যাবেন।          

নরেন্দ্র মোদি আমলে এটাই সত্যি – গরিববা আরও গরিব, ধনীরা আরও ধনী। ৩ ট্রিলিয়ন হোক কিংবা ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি, এই সরকারের আমলে ভারতবাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, স্বপ্ন দেখিয়ে বোকা বানানো হয়। আম ভারতবাসীর ভবিতব্য হলো, চরম অসমতা এবং দুর্দশা। ভারতের আজ যা অবস্থায় ১৯৭০ ও ১৯৮০-র দশকে বিশ্বের বহু দেশেই এই ছবিটা প্রত্যক্ষা করা গিয়েছিল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team