Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Karnataka Assembly Elections 2023 । কর্নাটক বিধানসভায় ভোট ১০ মে, ফল ১৩ তারিখ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  সৌমী ঘোষ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১২:৩৬:২৪ পিএম
  • / ৭২ বার খবরটি পড়া হয়েছে
  • সৌমী ঘোষ

নয়াদিল্লি: কর্নাটকে বিধানসভার ভোট (Karnataka Assembly Elections 2023) ১০ মে। ফল ঘোষণা (Result Out) ১৩ মে। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar) সাংবাদিক বৈঠকে ভোটের দিন ঘোষণা করেন। ২২৪ আসনবিশিষ্ট কর্নাটক বিধানসভা আবারও দখলে রাখতে মরিয়া বিজেপি। আবার কংগ্রেস বিজেপিকে হারাতে উঠেপড়ে লেগেছে। ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই কংগ্রেস এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি অবশ্য এদিনও পর্যন্ত তালিকা ঘোষণা করেনি। এদিনও থেকেই রাজ্যে নির্বাচনী আচারনবিধি চালু হয়ে গেল বলে কমিশনার জানিয়েছেন।    

কমিশন জানিয়েছে, ১৩ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ২১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল।

আরও পড়ুন: Adani Group Losses | আদানিদের শেয়ারে ব্যাপক ধস, একদিনেই শেয়ার মূল্য কমল ৪৯ হাজার ৪০০ কোটি টাকা 

পঞ্জাবের একটি লোকসভা আসন, ওড়িশার একটি বিধানসভা, উত্তরপ্রদেশের দুটি বিধানসভা এবং মেঘালয়ের একটি আসনে উপ-নির্বাচন হবে ১০ মে।তবে পশ্চিমবঙ্গের মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। কেরলে রাহুল গান্ধির নির্বাচনী কেন্দ্র ওয়েনাডের উপ-নির্বাচন নিয়েও কিছু বলেনি কমিশন। 

রাজ্যে তফসিলি জাতির জন্য ৩৬ টি আসন সংরক্ষিত আছে। তফসিলি জনজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১৫। কমিশন জানিয়েছে, মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯। পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৬২ লক্ষ ৪২ হাজার ৫৬১। মহিলা ভোটারের সংখ্যা ২ কোটি ৫৯ লক্ষ ২৬  হাজার ৩১৯। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪ হাজার ৬৯৯। কমিশন সূত্রের খবর, মোট বুথের সংখ্যা ৫৮ হাজার ২৮২। ৫০ শতাংশ আসনে ওয়েবকাস্টিং করা হবে। গড়ে প্রতিটি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৮৮৩। শহরাঞ্চলে মোট বুথের সংখ্যা ২৪ হাজার ৬৩। ১৩ হাজারেরও বেশি বুথের পরিচালনা করবেন শুধুমাত্র মহিলারা। সেখানে যাবতীয় দায়িত্বে থাকবেন মহিলারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মহিলা হবেন।

এবার কর্ণাটকের লড়াই  রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতাশীল বিজেপি অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। তার মধ্যে রয়েছে সংরক্ষণ প্রশ্নে বিতর্ক। দু’দিন আগেই প্রাক্তণ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাড়িতে সংরক্ষণ ইস্যুতে বিক্ষোভ দেখায় বিজেপিরই একাংশ। বাড়িতে ভাংচুরও চলে। পরে ইয়েদুরাপ্পা জানান, তিনি সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।কর্নাটকের রাজনীতিতে লিঙ্গায়েত সম্প্রদায়ভুক্ত ইয়েদুরাপ্পার ভূমিকার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তিনি এই লিঙ্গায়েত ভোট ব্যাঙ্কের অনেকটাই নিয়ন্ত্রণ করেন, ইয়েদুরাপ্পা আগেই জানিয়েছেন, তিনি এবার আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে তাঁর ছেলেকে টিকিট দিতে হবে। সম্প্রতি কর্নাটক সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইয়েদুরাপ্পার আগে তাঁর ছেলের কাছ থেকে মালা নেন। পরে মন্ত্রীকে মালা দেন ইয়েদুরাপ্পা। এর থেকেই বোঝা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইয়েদুরাপ্পার ছেলেকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। 
 
কংগ্রেস ইতিমধ্যে ১২৪টি কেন্দ্রে প্রার্থী নাম ঘোষণা করে দিয়ে এককদম এগিয়ে গিয়েছে। দিল্লি এবং পঞ্জাবের মসনদে বসা আম আদমি পার্টিও ৮০তি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ২০১৮ সালে বিধানসভা ভোটে কংগ্রেস এবং জেডিএস জোট বেঁধে লড়াই করেছিল। কংগ্রেস ৭৮ এবং জেডিএস ৩৭টি আসন পায়। তবু কংগ্রেস মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিল জেডিএসকে। তবে সেই জোট বেশি দিন স্থায়ী হয়নি। বিজেপি কলকাঠি নেড়ে জট ভেঙে দেয়, সরকারও পড়ে যায়। ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা। পরে তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় এসআর বোম্মাইকে। 

কর্নাটকে এবার শাসক বিজেপির বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাতে চাইছে কংগ্রেস। দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপিও কিছুটা ব্যাকফুটে। ইতিমধ্যে বিজেপিতে ভাঙনও ধরেছে। দলের দু-একজন হেভিওয়েট নেতা এবং প্রাক্তন মন্ত্রী কংগ্রেসে ভিড়ে গিয়েছেন। দুর্নীতি নিয়ে শাসকদলের অনেক নেতা-মন্ত্রীই প্রকাশ্যে নানা কথা বলছেন। কংগ্রেস তাঁকে কাছে লাগাতে চাইছে। তবে তা এবার আর জেডিএসের সঙ্গে কোনও জোট করছে না। জেডিএস-ও জানিয়েছে, তাঁরা একাই লড়বে। ফলে দাক্ষিনাত্যের এই রাজ্যে ভোট এবার কার্যত চতুর্মুখী হতে চলেছে। 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team