Placeholder canvas
কলকাতা শনিবার, ১৮ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করবেন না, আহত সিংহ ভয়ঙ্কর, হুঙ্কার মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ০৫:৫৮:০৭ পিএম
  • / ২৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কলকাতা: অকারণে যেন কেউ তাঁর বা তাঁর সরকারের গায়ে কালি না ছেটায়৷ বঙ্গ সম্মান অনুষ্ঠানের মঞ্চ থেকে এভাবেই বিজেপি-কেন্দ্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার কথায়, কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যে কোনও শাস্তি হোক কিন্তু কোনও কিছু প্রমাণের আগে যেন বদনাম বা কালি ছেটানো না হয়৷ কারওর সঙ্গে টাকা-ছবি প্রকাশ হওয়া মানেই তিনি দোষী একথা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বেশ কিছু রাজনৈতিক দল৷ এই অন্যায় ঘৃণ্য রাজনীতি বাংলায় চলতে দেব না৷

এদিনের অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘কোনওদিন অন্যায় করিনি৷ মানুষের স্বার্থে মানুষের হয়ে রাজনীতি করি৷ তৃণমূল কংগ্রেস কোনওভাবেই অন্যায়কে প্রশয় দেয় না৷ চোর-ডাকাতদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় না৷’ এরপরই বিজেপি-মোদি-কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে মমতার বক্তব্য, পিএম কেয়ারর্স ফান্ড নিয়ে একাধিক দুর্নীতি সামনে এসেছে৷ ললিত মোদি, মেহুল চোকসির মতন ব্যবসায়ীরা সাধারণ মানুষের কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছে৷ কেন্দ্র এঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি৷’

বিজেপির পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সিপিএমকে নিশানা করেন মমতা৷ তাঁর কথায়, সিঙ্গুর-নন্দীগ্রামে কী ঘটেছিল মানুষ জানেন৷ আমরা চাই সঠিক তদন্ত হোক৷ তৃণমূল কংগ্রেস-রাজ্য সরকার দুর্নীতিকে প্রশয় দেয় না৷ যেভাবে একজন মহিলার ছবিকে সামনে এনে গোটা মহিলা সমাজকে বদনাম করার চেষ্টা করছে বিশেষ কিছু রাজনৈতিক দল তা নিন্দনীয়, ঘৃণ্য৷ একাজ সমর্থনযোগ্য নয়৷ আমি এই কাজ হতে দেব না৷ মমতার প্রশ্ন, টাকা ও আমার ছবি দিয়ে পোস্টার করে কলকাতায় ছড়ানো হচ্ছে৷ এটা কোন ধরনের রাজনীতি? আমি অন্যায় করিনি৷ কিন্তু আমাকে বদনাম করার ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে৷ নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বিরোধীদের প্রশ্নের জবাবে এদিন মমতা বলেন, ‘প্রতিটি নিয়োগের ক্ষেত্রে বাম আমলে দুর্নীতি হয়েছে৷ আমরা দুর্নীতিমুক্ত সরকার গড়ে নিয়োগে স্বচ্ছতা এনেছি৷ আমি আমার মন্ত্রী, সাংসদ, বিধায়কদের রেয়াত পর্যন্ত করি না৷ নিয়োগের ক্ষেত্রে দু-একটি অভিযোগগে সামনে এনে এই সরকারকে বদনাম করার চেষ্টা চলছে৷’

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মমতার হাজির হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ সেখানে অর্পিতা মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছিল৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘কে পার্থর বন্ধু আমি আগে থেকে জানব কী করে? সবার বন্ধুকে চিনে রাখা আমার দ্বারা সম্ভব নয়৷ কোনও অনুষ্ঠানে গিয়ে কারও সম্পর্কে জানার পর তাঁর বিষয় যাচাই করার সুযোগ থাকে না৷ আমাকে সামনে রেখে আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে বিজেপি-সিপিএমের মতো রাজনৈতিক দল গুলি৷ একজন মহিলার কথা বলা হচ্ছে৷ তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই৷ দুর্ভাগ্যের বিষয় ওই মহিলাকে সামনে রেখে গোটা মহিলা সমাজকে কলঙ্কিত করা হচ্ছে৷’

এরপরই কেন্দ্রীয় সরকারকে আরও স্পষ্ট করে বিজেপিকে নিশানা করে মমতার হুঁশিয়ারি, আপনাদের কাছে আত্মসমর্পণ করেছে৷ বাংলা করবে না৷ বাংলার সরকারকে ভেঙে দেওয়ার-ফেলে দেওয়ার চক্রান্ত আমি সফল হতে দেব না৷ মনে রাখবেন, বাংলায় আসার আগে সুন্দরবন টপকে আসতে হয়৷ সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে৷ আহত সিংহ ভয়ঙ্কর৷ আমাকে আহত করবেন না৷ আমি ভয়ঙ্কর হয়ে উঠব৷ অন্যায় কোনওদিন করিনিও প্রশয়ও দিইনি৷ কারও দোষ প্রমাণিত হয়ে সর্বোচ্চ শাস্তি হলেও বাধা দেব না৷ কিন্তু যেন কোনওভাবেই অপবাদ-বদনাম করার চেষ্টা না হয়৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team