ওয়েব ডেস্ক : ‘গোট ট্যুর’ শেষ করে নিজের দেশে ফিরে গিয়েছেন কিংবদন্তী আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু তার এই সফরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan) ঘটে গিয়েছে লজ্জাজনক ঘটনা। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালান সমর্থকরা। এই ঘটনায় মেসিকে কলকাতায় (Kolkata) আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে এমন বিশৃঙ্খলা কেন হল? তা নিয়ে বিস্ফোরক দাবি করলেন শতদ্রু।
জেরার মুখে তিনি তদন্তকারীদের জানিয়েছেন, মেসির (Messi) নিরাপত্তারক্ষীরা জানিয়েছিলেন, তাঁর গায়ে হাত দেওয়া বা তাঁকে জড়িয়ে ধরার বিষয়টি পছন্দ করেননি মেসি। তবে প্রশ্ন উঠছিল মাঠের মধ্যে এত লোক কোথা থেকে এল? এ নিয়েও জবাব দিয়েছেন শতদ্রু দত্ত।
আরও খবর : পাকিস্তানকে হারাতে মরিয়া বৈভব! কবে এশিয়া কাপের মেগা ফাইনাল?
তিনি জানিয়েছে, মাঠে প্রবেশের জন্য দেড়শো জনকে অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু, প্রভাবশালীদের কারণে, সেটি তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়ছিল। সঙ্গে তিনি জানিয়েছেন, মেসির ভারত সফরের জন্য তাঁকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। কর বাবদ ভারত সরকারকে দিতে হয়েছিল ১১ কোটি টাকা। এই টাকাগুলি ৬০ শতাংশ স্পনসর ও টিকিট বিক্রি করে এসেছিল।
প্রসঙ্গত, মেসিকে (Messi) একঝলক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়েমে এসেছিলেন বহু সমর্থক। কিন্তু ভিআইপিরা তাঁকে ঘিরে ছিল সেদিন। সেই কারণে তাঁকে দেখার সুযোগ পাননি দর্শকরা। তার পরেই স্টেডিয়ামে ভাঙচুর চালান বহু সমর্থক। এই ঘটনায় আয়োজর শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়। যার মধ্যে ছিল জামিন অযোগ্য মামলা। আর এসব নিয়ে এবার মুখ খুললেন শতদ্রু।
দেখুন অন্য খবর :