Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
CPIM: কৌটো নাড়িয়ে কোটিপতি হতে চাইছে সিপিএম
কণাদ দাশগুপ্ত Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ০১:৩৩:৪১ পিএম
  • / ৬১৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

‘২৩৫’-এর দেমাক বিলীন হয়েছে ২০১১-তে৷ তারপর থেকে শুধুই পিছিয়ে যাওয়া৷ অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যস্ত আলিমুদ্দিনের কাছে নীতি-আদর্শ ‘প্রতিষ্ঠা’ করার বিপ্লব এখন বিলাসিতা৷ আগে টিকে থাকতে হবে, তারপর ‘শ্রেণিসংগ্রাম’৷ টিকে থাকতে টাকা দরকার৷ ৩৪ বছর ধরে রোজগার করা অর্থ বাছাই করা কিছু ব্যক্তিগত ভাঁড়ারে লুকিয়ে রয়েছে৷ দলের কাজে সেই অর্থের নাগাল সম্ভবত পাচ্ছে না সিপিএম৷ চরম আর্থিক সংকটে ঘুরপাক খাচ্ছে আলিমুদ্দিন, দলের নেতারা অন্তত তেমনই বলছেন৷

এদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন৷ বিধানসভায় সিপিএম বলে কিছু নেই, এ রাজ্য থেকে লোকসভার সাংসদও নেই৷ আলিমুদ্দিন বুঝেছে এই শূন্যতা ভরাট করা সহজ কাজ নয়৷ তাই নজর দিয়েছে পুরসভা-পঞ্চায়েতে৷ পুরভোটেও দলের ফল হতাশজনক৷ নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করা ছাড়া আর কোনও সাফল্য নেই৷ নুইয়ে পড়া সাংগঠনিক কাঠামোয় ওই তাহেরপুর’ই লাইটহাউস৷ তাহেরপুরের ‘সাফল্য’ এবার পঞ্চায়েতে ছড়িয়ে দিতে চাইছে সিপিএম ৷

পঞ্চায়েত নির্বাচনে লড়তে হলে অর্থের প্রয়োজন৷ দল চালাতেই তো হিমশিম খেতে হচ্ছে। ওদিকে রাজারহাটে প্রস্তাবিত জ্যোতি বসু সেন্টার গড়ে তুলতেও টাকা চাই৷ সংগঠন তথা দলকে চালাতেও লাগবে টাকা৷ জ্যোতি বসু সেন্টার গড়তে দোরে দোরে ঘুরে অর্থ সংগ্রহ করতে দেখা গিয়েছে ৮৩ বছরের বিমান বসুকে৷ কিন্তু বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসবে ? পার্টি সদস্যদের লেভির টাকায় দল চলে না৷ তাই আলিমুদ্দিন ফের রাস্তায় নেমে কৌটো নাচিয়ে অর্থসংগ্রহের সিদ্ধান্ত নিতে চলেছে৷

সূত্রের খবর, আর্থিক সংকটের মোকাবিলা করতে কৌটো নিয়ে পথে ঘুরে এক কোটি টাকা চাঁদা তোলার নির্দেশ দিয়েছে আলিমুদ্দিনের শীর্ষস্তর৷ সংগঠনের সর্বস্তরের কর্মী-সদস্যদের এই কাজে নামতে বলা হয়েছে৷ ক্ষমতায় থাকার সময়ও মাঝে মধ্যেই কৌটো নাচিয়ে অর্থ সংগ্রহ করতে সিপিএমকে দেখা যেত৷ তবে তা ছিল পুরোটাই আই-ওয়াশ৷ এবার সম্ভবত সত্যিই বিপাকে পড়েছে৷

রাজ্য সিপিএমের কোষাগার নাকি এখন গড়ের মাঠ৷ সাড়ে তিন দশক ধরে রাজ্যের ক্ষমতায় থাকা দলটি ক্ষমতাহীন হওয়ার মাত্র ১০-১১ বছরের মধ্যেই এ ভাবে আর্থিক সংকটে ডুবে যাওয়া স্বাভাবিক ঘটনা নয়৷ তবুও দলের নেতারা সে কথাই বলছেন৷ বলছেন, আয় বাড়েনি, খরচ প্রায় একই রকম রয়েছে৷ মেলানো যাচ্ছে না ব্যালান্স-শিট৷ ব্যাঙ্কে থাকা টাকার সুদে দল চলে না৷ তার উপর দিল্লির গোপালন ভবনেও নিয়মিতভাবে লক্ষ লক্ষ টাকা পাঠাতে হয়৷ দলের ‘শুভার্থী’-র সংখ্যা তলানিতে৷ কে দেবে টাকা ? তাই কৌটো নাড়িয়ে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম৷ এই গণ-অর্থসংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে কোটি টাকা৷ এই প্রথমবার এক কোটি টাকা সংগ্রহ করতে নামছে সিপিএম৷ আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সব জেলা কমিটিকে পথে নেমে এক কোটি টাকা সংগ্রহের নির্দেশ পাঠানো হয়েছে৷ এই লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন বিমান বসু, মহম্মদ সেলিম। জেলা নেতৃত্বকে বলা হয়েছে, দুর্গাপুজোর আগেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলতে হবে৷

সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, ‘‌আগামী দু’‌মাসের মধ্যে রাস্তায় নেমে মানুষের কাছে গিয়ে এই টাকা সংগ্রহ করতে হবে দলকে।’‌

আরও পড়ুন: Left Front Chairman: বিমানই চেয়ারম্যান বামফ্রন্টের, সিপিএম রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য বিমান ছাড়াও মৃদুল, অশোক

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team