পোর্তোফিনো: এখনকার দিনে সেলফি (Selfie) তোলা অনেক ক্ষেত্রেই প্রায় উন্মাদনার পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কোথাও বেড়াতে গিয়ে তো বটেই, এমনিতেই মোবাইল সামনে ধরে নানা পোজে সেলফি তুলতে পছন্দ করে নতুন প্রজন্ম। শুধু, আধুনিক প্রজন্মই নয়, আট থেকে আশি সকলেই সেলফির নেশায় মজেছেন। বিভিন্ন জায়গায় সেলফি তোলার জন্য বিশেষ ব্যবস্থাও থাকে। কিন্তু জানেন কি বিশ্বে এমন অনেক জায়গা আছে, যেখানে সেলফি তোলা নিষিদ্ধ (Selfie Restriction)। সম্প্রতি এ রকমই নিষেধাজ্ঞা জারি হয়েছে ইটালির (Italy) এক শহরে। এমনকি সেলফি তুললে দিতে হতে পারে মোটা জরিমানাও।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরে গিয়ে মন করলেও আপনি কোনও সেলফি তুলতে পারবেন না। সেলফি তুললেই সেখানে মোটা জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে। পোর্তোফিনো (Portofino) ইটালির সুন্দরতম শহরগুলির মধ্যে অন্যতম। এই শহরে এলে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে। এমনকি সমুদ্রের ধারের রাস্তায় দাঁড়িয়েও ছবি তোলার হিড়িক লক্ষ্য করা যায় ইটালির এই শহরে। কিন্তু সম্প্রতি ওই শহরের স্থানীয় প্রশাসন সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি ওই দর্শনীয় স্থানে গিয়ে সেলফি তুললে ২৭৫ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ২৪ হাজার টাকারও বেশি।
আরও পড়ুন: Pakistan | সন্ত্রাসবাদ বিরোধী পুলিশের দফতরে বিস্ফোরণ, মৃত অন্তত পক্ষে ১৩
কিন্তু কেন এই নিয়ম? জানানো হয়েছে, ছুটির সময় প্রচুর পর্যটক ভিড় করেন সেখানে। এর জেরে ট্রাফিকের সমস্যা হয়। প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়। পর্যটকদের নিজস্ব নেওয়ার ঠেলায় সমস্যায় পড়েন শহরের বাসিন্দারা। দিনের ব্যস্ত সময়ে রাজপথে বা শহরের অন্য অংশে হাঁটাচলা কাজকর্মে খুবই দেরি হয়ে যায়৷ তাই নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই সেলফি নিষিদ্ধ করা হয়েছে এই শহরে। কিন্তু একে বারে সেলফি তোলা নিষিদ্ধ হয়নি পোর্তোফিনোতে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে সেলফি-জরিমানা। তবে পোর্তোফিনোই প্রথম পর্যটনক্ষেত্র নয় যেখানে নিজস্বী নিষেধাজ্ঞা জারি করা হল৷ এর আগে ইতিমধ্যেই আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের একাধিক ট্যুরিস্ট স্পটে এই নিয়ম চালু করা হয়েছে৷