ওয়েব ডেস্ক : ফের সংঘর্ষে জড়াল পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তান (Afganistan)। শনিবার দু’দেশের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে খবর। এই সংঘর্ষে চার জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও তিন জন। তবে দুই পক্ষের তরফে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।
জানা গিয়েছে, পাক সীমান্তে আড়াই হাজার কিলোমিটার রয়েছে আফগানিস্তানের (Afganistan) সীমান্ত। তেমনই স্পিন বলডক অঞ্চলে এই গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার গভীর রাতে দুই দেশের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর।
আরও খবর : নোবেল নয়, ‘ফিফা’ র শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ডুরান্ড লাইনকে ঘিরে নতুন সংঘাত শুরু হয়েছে তালিবান ও আফগানিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তিনবার বৈঠকে বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদের (Islamabad) দাবি, তালিবানরা কঠোর ব্যবস্থা নিক টিটিপির (TTP) বিরুদ্ধে। সঙ্গে এই সংগঠনের সদস্যদের তাদের তুলে দেওয়ার কথাও জানানো হয়েছে। ডুরান্ড লাইন বরাবর একটি বাফার তৈরি করারও দাবি জানানো হয়েছিল।
তবে টিটিপিকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছেন তালিবান (Taliban) সরকার। বে ডুরান্ড লাইনের দাবিকেও খারাজ রা হয়েছে। তবে পাকিস্তানের তরফে অভিযোগ দাবি করা হয়েছে, আফগানিস্তান যদি সমঝোতার পথে না হাঁটে তাহলে সেখানকার সরকার বদলে দেওয়া হবে। এসবের মাঝেই ফের আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ছবি সামনে এল।
দেখুন অন্য খবর :