Placeholder canvas
কলকাতা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
সত্যজিৎ রায়ের শ্যামাসংগীত: ভক্তিরস নাকি পেশাদারী সৃজনশীলতা
জয়ন্ত চৌধুরী Published By:  • | Edited By: অর্পিতা দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ০২:৩৬:০৭ পিএম
  • / ৮৯৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অর্পিতা দে

শ্যামাসংগীত লিখেছিলেন সত্যজিৎ রায়। তাঁর শতবর্ষ উপলক্ষ্যে হাজারো আলোচনা চলছে। লিটল ম্যাগাজিন থেকে বাংলা-ইংরেজি ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় সংবাদপত্র, ম্যাগাজিনে সত্যজিৎ চর্চা হচ্ছে। কিন্তু তাঁর শ্যামাসংগীত রচনার বিষয়টি তুলনায় অনালোকিত।

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচনা অবলম্বনে ১৯৬০ সালে সত্যজিৎ রায়ের ‘দেবী’ মুক্তি পায়। ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টপাধ্যায়, শর্মিলা ঠাকুর অভিনীত ছবির সংগীত পরিচালক ছিলেন, ওস্তাদ আলী আকবর খান। ছবিতে কালি মন্দিরের দাওয়ায় বসা এক ভক্তের ‘লিপ’এ শ্যামা সংগীতের ব্যবহার করেছিলেন সত্যজিৎ। উল্লেখ্য ,তখনও পর্যন্ত তিনি নিজের ছবিতে সংগীত পরিচালনায় হাত দেননি। সেই নিরিখে দেবী তাঁর শেষ ছবি যেখানে সংগীত পরিচালনার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দিয়েছিলেন। ছবির চিত্রনাট্যের তাগিদে শ্যামা সংগীতের দরকার। প্রচলিত রামপ্রসাদী গান দিয়েই কাজ সারতে পারতেন। কিন্তু তিনি তো সত্যজিৎ রায়। তাই নিজেই লিখে ফেললেন একটি গান।

যে বলে মা তুই পাষানী/তারে আমি বেকুব মানি/আমি প্রাণে জানি পাষণের কী মহিমা/এবার তোরে চিনেছি মা/ও তোর নামে কালী, মুখে কালী অন্তরে তোর নেই কালিমা। গানে রামপ্রাসাদের প্রভাব থাকলেও ছবির বিষয়বস্তুকে খুব সুনির্দিষ্টভাবে ব্যক্ত করতে সত্যজিতের সেই রচনা সিনেমায় বাড়তি মাত্রা এনে দিয়েছিল।

ছবির সামগ্রিক সংগীত পরিচালনা আলী আকবর করলেও ওই শ্যামা সংগীতের সুরারোপ করেছিলেন সত্যজিৎ স্বয়ং। গানটি গেয়েছিলেন, পৃথ্বীশ মুখোপাধ্যায়। তিনি কোনো পেশাদার গায়ক নন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন পৃথ্বীশ। তাকে খুঁজে বার করে ওই গান রেকর্ড করানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন – বাঙালির বটতলাবাজারে ‘সুকুমার’ আর ‘সন্দেশ’ এক অবিশ্বাস্য আলোর ফোয়ারা

বিবেকানন্দ গবেষক ,সাংবাদিক তরুণ গোস্বামী জানিয়েছেন, রামকৃষ্ণ মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক নিত্যস্বরূপানন্দ তাঁকে ওই গানের বিষয়টি গোচরে আনেন। ‘বারবার ওই গানটি শুনলে সত্যজিৎ কোন স্তরের ভক্ত ছিলেন,কী গভীর তাঁর আধ্যাত্মিক চেতনা তা টের পাওয়া যাবে।’ তিনি বলেন, সত্যজিতের ওই একটিমাত্র শ্যামাসংগীতের গূঢ় ব্যাখ্যা দিতে গিয়ে এমনই দাবি করেছিলেন নিত্য স্বরূপানন্দ।

জন্মসূত্রে সুকুমার পুত্র সত্যজিৎ ব্রাহ্ম। তাঁদের পরিবারেও ব্রাহ্ম ধর্মাচারের পরিবেশ ছিল। আশৈশব নিরীশ্বরবাদী আবহেই বেড়ে উঠেছিলেন তিনি। ব্রহ্মসঙ্গীত চর্চার নিয়মিত রেওয়াজও ছিল রায় বাড়িতে। তাঁর একাধিক লেখা এবং সাক্ষাৎকারে সে কথা বলেছেন সত্যজিৎ। তবে পরবর্তীতে তিনি পুরোপুরী ঈশ্বর বিশ্বাসী ছিলেন এমন নয়। নিজেই জানিয়েছেন, তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সংশয়ী। পরিভাষায় ‘আগনস্টিক’। সিনেমায় ধর্মীয় লোকাচার নির্ভর সামাজিক সংস্কারের বিরোধিতা করে বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতাকে তুলে ধরেছিলেন তিনি।

স্বভাবতই ওই শ্যামা সঙ্গীতের পদকর্তার যে আধ্যাত্মিক চেতনার কথা নিত্যস্বরূপানন্দ বলেছিলেন,তা সত্যজিতের অন্যান্য সৃষ্টিকর্মে অধরা থেকে গিয়েছে। আর তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয়, পুরোদস্তুর ব্রাহ্ম দর্শন তাঁর ভাবনাকে প্রভাবিত করেছিল, তাহলে কোনো প্রকার হিন্দু ধর্মীয় ভাবাবেগ বা পৌত্তলিকতায় তাঁর আস্থা না থাকাটাই প্রত্যাশিত। এ হেন সত্যজিৎ রায়ের লেখা শ্যামা সংগীতে কিন্তু ভক্তিভাবের কোনো অভাব ছিল না। পেশাদারি সৃজনশীলতা নাকি ভক্তিরস – কী সেই তাড়না যা সত্যজিৎকে দিয়ে এমন পদ নির্মাণে প্রাণিত করেছিল ? সে তর্ক তোলা থাক গবেষকদের জন্য।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কর্মসূত্রে আমেরিকায় যাওয়ার পথ আরও কঠিন করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
‘তুমি বাংলার গর্ব’, রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে দেবকে শুভেচ্ছাবার্তা মমতার, আপ্লুত অভিনেতা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা! ব্যাহত উড়ান পরিষেবা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
দাদাসাহেব ফালকে পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল, শুভেচ্ছা মোদির
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
৫০ বলে শতরান করার রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধনা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
‘এরা আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন!’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার প্রাক্কালে দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
গত বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
পুজোয় ভিলেন বৃষ্টি, মেকআপ লং-লাস্টিং রাখতে দেখুন এই ট্রিকস
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আদিবাসী কুড়মি সমাজের প্রতিবাদ আন্দোলনে রণক্ষেত্র কোটশিলা স্টেশন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে কুপিয়ে খুন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
সমাজমাধ্যমে AI পোস্ট ঘিরে গুজরাটে সাম্প্রদায়িক উত্তেজনা, আটক ৫০
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেও রেফারি সেই পাইক্রফট!
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
‘রেল নীর’ কমছে ট্রেনের ব্র্যান্ডের পানীয় জলের দাম
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ঝাড়খণ্ডে গ্রেফতার ISIS জঙ্গি!
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team