Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
সত্যজিৎ রায়ের শ্যামাসংগীত: ভক্তিরস নাকি পেশাদারী সৃজনশীলতা
জয়ন্ত চৌধুরী Published By:  • | Edited By: অর্পিতা দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ০২:৩৬:০৭ পিএম
  • / ৮৫৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অর্পিতা দে

শ্যামাসংগীত লিখেছিলেন সত্যজিৎ রায়। তাঁর শতবর্ষ উপলক্ষ্যে হাজারো আলোচনা চলছে। লিটল ম্যাগাজিন থেকে বাংলা-ইংরেজি ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় সংবাদপত্র, ম্যাগাজিনে সত্যজিৎ চর্চা হচ্ছে। কিন্তু তাঁর শ্যামাসংগীত রচনার বিষয়টি তুলনায় অনালোকিত।

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচনা অবলম্বনে ১৯৬০ সালে সত্যজিৎ রায়ের ‘দেবী’ মুক্তি পায়। ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টপাধ্যায়, শর্মিলা ঠাকুর অভিনীত ছবির সংগীত পরিচালক ছিলেন, ওস্তাদ আলী আকবর খান। ছবিতে কালি মন্দিরের দাওয়ায় বসা এক ভক্তের ‘লিপ’এ শ্যামা সংগীতের ব্যবহার করেছিলেন সত্যজিৎ। উল্লেখ্য ,তখনও পর্যন্ত তিনি নিজের ছবিতে সংগীত পরিচালনায় হাত দেননি। সেই নিরিখে দেবী তাঁর শেষ ছবি যেখানে সংগীত পরিচালনার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দিয়েছিলেন। ছবির চিত্রনাট্যের তাগিদে শ্যামা সংগীতের দরকার। প্রচলিত রামপ্রসাদী গান দিয়েই কাজ সারতে পারতেন। কিন্তু তিনি তো সত্যজিৎ রায়। তাই নিজেই লিখে ফেললেন একটি গান।

যে বলে মা তুই পাষানী/তারে আমি বেকুব মানি/আমি প্রাণে জানি পাষণের কী মহিমা/এবার তোরে চিনেছি মা/ও তোর নামে কালী, মুখে কালী অন্তরে তোর নেই কালিমা। গানে রামপ্রাসাদের প্রভাব থাকলেও ছবির বিষয়বস্তুকে খুব সুনির্দিষ্টভাবে ব্যক্ত করতে সত্যজিতের সেই রচনা সিনেমায় বাড়তি মাত্রা এনে দিয়েছিল।

ছবির সামগ্রিক সংগীত পরিচালনা আলী আকবর করলেও ওই শ্যামা সংগীতের সুরারোপ করেছিলেন সত্যজিৎ স্বয়ং। গানটি গেয়েছিলেন, পৃথ্বীশ মুখোপাধ্যায়। তিনি কোনো পেশাদার গায়ক নন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন পৃথ্বীশ। তাকে খুঁজে বার করে ওই গান রেকর্ড করানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন – বাঙালির বটতলাবাজারে ‘সুকুমার’ আর ‘সন্দেশ’ এক অবিশ্বাস্য আলোর ফোয়ারা

বিবেকানন্দ গবেষক ,সাংবাদিক তরুণ গোস্বামী জানিয়েছেন, রামকৃষ্ণ মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক নিত্যস্বরূপানন্দ তাঁকে ওই গানের বিষয়টি গোচরে আনেন। ‘বারবার ওই গানটি শুনলে সত্যজিৎ কোন স্তরের ভক্ত ছিলেন,কী গভীর তাঁর আধ্যাত্মিক চেতনা তা টের পাওয়া যাবে।’ তিনি বলেন, সত্যজিতের ওই একটিমাত্র শ্যামাসংগীতের গূঢ় ব্যাখ্যা দিতে গিয়ে এমনই দাবি করেছিলেন নিত্য স্বরূপানন্দ।

জন্মসূত্রে সুকুমার পুত্র সত্যজিৎ ব্রাহ্ম। তাঁদের পরিবারেও ব্রাহ্ম ধর্মাচারের পরিবেশ ছিল। আশৈশব নিরীশ্বরবাদী আবহেই বেড়ে উঠেছিলেন তিনি। ব্রহ্মসঙ্গীত চর্চার নিয়মিত রেওয়াজও ছিল রায় বাড়িতে। তাঁর একাধিক লেখা এবং সাক্ষাৎকারে সে কথা বলেছেন সত্যজিৎ। তবে পরবর্তীতে তিনি পুরোপুরী ঈশ্বর বিশ্বাসী ছিলেন এমন নয়। নিজেই জানিয়েছেন, তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সংশয়ী। পরিভাষায় ‘আগনস্টিক’। সিনেমায় ধর্মীয় লোকাচার নির্ভর সামাজিক সংস্কারের বিরোধিতা করে বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতাকে তুলে ধরেছিলেন তিনি।

স্বভাবতই ওই শ্যামা সঙ্গীতের পদকর্তার যে আধ্যাত্মিক চেতনার কথা নিত্যস্বরূপানন্দ বলেছিলেন,তা সত্যজিতের অন্যান্য সৃষ্টিকর্মে অধরা থেকে গিয়েছে। আর তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয়, পুরোদস্তুর ব্রাহ্ম দর্শন তাঁর ভাবনাকে প্রভাবিত করেছিল, তাহলে কোনো প্রকার হিন্দু ধর্মীয় ভাবাবেগ বা পৌত্তলিকতায় তাঁর আস্থা না থাকাটাই প্রত্যাশিত। এ হেন সত্যজিৎ রায়ের লেখা শ্যামা সংগীতে কিন্তু ভক্তিভাবের কোনো অভাব ছিল না। পেশাদারি সৃজনশীলতা নাকি ভক্তিরস – কী সেই তাড়না যা সত্যজিৎকে দিয়ে এমন পদ নির্মাণে প্রাণিত করেছিল ? সে তর্ক তোলা থাক গবেষকদের জন্য।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান, আমেরিকার রাস্তায় হাজার হাজার মানুষ, কেন?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি পুলিশের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মহারাষ্ট্রে উদ্ধব ও রাজ ঠাকরে কি এবার একছাতার তলায়?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
জাফরাবাদের বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ‘মূল চক্রী’
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মিলে গেল নিজের ভবিষ্যদ্বাণী, ইজরায়েলি হামলায় মৃত গাজার সাংবাদিক
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বামেদের ব্রিগেডে নেই মীনাক্ষীর নাম, কেন?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেয়ের বিয়েতে পুষ্পা ২ সিনেমার গানে নাচলেন কেজরিওয়াল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
প্রকৃতির রোষানালে জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টি সহ ভূমিধস কেড়ে নিল তিনটি প্রাণ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ম্যান সিটির জয়, বিধ্বংসী অ্যাস্টন ভিলা  
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আগামিকালই ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
উপস্থিত বুদ্ধির জেরে বিহারে বড়সড় রেল দুর্ঘটনা আটকালেন দুই লোকো পাইলট
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেহনতি মানুষের সমর্থন ফিরে পেতে চায় রবিবারের ব্রিগেড
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
কোন পথে বামেদের মিছিল? দেখুন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভাগ্যের দরজা খুলবে কার, কে পাবেন সুখবর?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team