নওদা: অপহরণ করা হয়নি, স্বেচ্ছায় তৃণমূলে এসেছেন। বললেন নিখোঁজ হয়ে যাওয়া নওদা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন কংগ্রেস ও আরএসপির বিজয়ী প্রার্থী। সোমবার বিকেলে ওই তিন প্রার্থী বলেন, তাঁরা স্বেচ্ছায় তৃণমূলে এসেছেন এবং তাঁদেরকে না জানিয়েই কংগ্রেস হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল। এবার সেই পিটিশন প্রত্যাহারের জন্য তাঁরা সংশ্লিষ্ট উকিলের কাছে লিখতে আবেদন জানাল। জানা গিয়েছে তাঁরা সকলেই এখন নিজেদের পরিবারের সঙ্গেই রয়েছেন।
এদিকে, ঘটনা প্রসঙ্গে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিজ্জমান শেখ বলেন, দলের নাম মিথ্যে অপহরণের অপবাদ দিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করছে কংগ্রেস।তিনি আরও বলেন, যে তিনজন কংগ্রেস ও আরএসপির জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ দিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে চান।তাঁদের কেউ জোর করেনি বা হুমকি দেওয়া হয়নি। বরং তাঁদের কংগ্রেসের মস্তানরা বহরমপুরের একটি হোটেলেই আটকে রেখেছিল বলে পাল্টা দাবি করেছেন।
আরও পড়ুন: ফুটপাথে ব্যবসা কি আইন মেনেই? জানতে চাইল হাইকোর্ট
তিনি আরও বলেন, ওই তিনজন বিজয়ী প্রার্থীরা নওদার বন্ধুদের উদ্ধার করার জন্য ফোন করেছিল। সে কারণেই তাদের হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। বানিরুল মালিথা ,আব্দুল রউব শেখ নামে দুই কংগ্রেসের বিজয়ী প্রার্থী এবং আরএসপির কাবারুল শেখ স্বেচ্ছায় তৃণমূলে এসেছেন। তাছাড়া ওই তিনজন বিজয়ী প্রার্থী জানতেন না যে তাদেরকে দিয়ে নিরাপত্তার পিটিশন দাখিল করানো হচ্ছে। একটি সাদা কাগজে তাদের সই করিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। সেই পিটিশন প্রত্যাহারের দাবী তুলেছেন ওই তিন প্রার্থী।