Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IPL Media Rights: আরও বেশি অর্থের খোঁজে বিসিসিআই
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ০৪:৫১:৩৩ পিএম
  • / ২২৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

ভারতীয় উপমহাদেশে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করে এখনই ৪৪ হাজার ৭৫ কোটি টাকায় আইপিএলের মিডিয়া রাইটস বিক্রি হয়ে গেছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বিসিসিআই। বিশ্ব বাজারে এই ভারতীয় প্রপার্টির ব্র্যান্ড ভ্যালু কোথায় পৌঁছে গেছে!

এখনও নাকি আইপিএলের মিডিয়া স্বত্ত্ব থেকে সব টাকা ওঠেনি। সোমবারেও ফয়সালা হয়নি আইপিএল মিডিয়া রাইটস সব ভাগ গুলো। বুধবার প্যাকেজ-সি এবং ডি-এর ডিল চূড়ান্ত হবে।

বোর্ডের এই কর্তা ( স্বত্ত্ব বিক্রির সঙ্গে যুক্ত) জানিয়েছেন, “আগামীদিনের টিভি সম্প্রচার স্বত্ত্ব ধরে রেখেছে স্টার। ভারতীয় উপমহাদেশে টিভি এবং ডিজিটাল মিডিয়া রাইটস থেকে ম্যাচ পিছু বোর্ডের আয় হবে ১০৭.৫ কোটি টাকা।”

এক ম্যাচে এতো! এবার আবার আরও দুটি দল নিয়ে, দলের সংখ্যা বেড়েছে। ম্যাচও বেড়েছে। এখন যা দেখা যাচ্ছে, ২০২৩-২০২৭ এর মধ্যে আইপিএলে ৪১০টি ম্যাচের জন্য টিভিতে ম্যাচ দেখানোর যে মিডিয়া স্বত্ত্ব (টিভি) বিক্রি হয়েছে তা ২৩,৫৭৫ কোটি টাকায়। ম্যাচ পিছু অঙ্কের হিসাবে করলে দেখা যাচ্ছে তার ম্যাচ প্রতি মূল্য ৫৭ .৫ কোটি টাকা।

বিসিসিআই কতো রকম ভাবে এই ডিল থেকে মোটা টাকা তোলার প্ল্যান সাজিয়েছে!
২০২৩, ২০২৪ মরসুমে ৭৪টি করে ম্যাচ। ২০২৫, ২০২৬ সিজনে ৮৪টি করে ম্যাচ এবং ২০২৭-এ ৯৪ টি ম্যাচের ব্রেক-আপ ধরে এই ই-নিলামের টাকা তোলা হয়েছে।

আগের মরসুমের মতো স্টার নয়, ই-টেন্ডারে ডিজিটাল স্বত্ত্ব কিনে নিয়েছে ভায়াকম-১৮। উদয় শঙ্কর এবং জেমস মারডকের লুপা সিস্টেম যৌথভাবে ডিজিটাল স্বত্ত্বের জন্য ম্যাচ পিছু ৫০ কোটি টাকার প্রস্তাব দেয়। স্টার স্পোর্টসের প্রস্তাব পিছনে চলে যায় । ডিজিটাল স্বত্ত্ব বাবদ বিসিসিআইয়ের পকেটে ঢুকছে আরও ২০,৫০০ কোটি টাকা।

সোমবার শুরু হওয়া এই ই-নিলামের এখনও বোর্ডের তরফে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। বোর্ডের সূত্র থেকে পাওয়া তথ্য যদি সত্যি হয়, তাহলে স্টার স্পোর্টস গ্রুপের হটস্টারে আর আইপিএল দেখা যাবে না আগামী পাঁচ বছরের জন্য । নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে এবার আবির্ভাব ঘটছে রিল্যায়েন্সে গ্রুপের ভায়াকম-১৮ এর।

ম্যাচ পিছু টিভি এবং ডিজিটালের সম্প্রচার স্বত্ত্ব কেনার জন্য বোর্ডের নির্ধারিত বেস প্রাইস ছিল যথাক্রমে ৪৯ আর ৩৩ কোটি টাকা । এই মুহূর্তে এ (টিভি রাইটস) এবং বি (ডিজিটাল রাইটস) প্যাকেজ বিক্রি করে বোর্ডের আয়ের অঙ্ক ছুঁয়েছে ৪৬,০০০ হাজার কোটি টাকায়। ২০১৮-সালে যে নিলামের ভ্যালু ছিল – ১৬,৩৪৭ কোটি। থেকে যা আড়াই গুণ বেশি।

বোর্ডের এক প্রথম সারির কর্তা জানিয়েছেন “দুটো প্যাকেজ ৫.৫ বিলিয়ন গণ্ডির দিকে বোর্ড এগোচ্ছি। তবে ডিজিটাল স্বত্ত্ব ৫০ কোটি স্পর্শ করার বিষয়টি দুরন্ত। বেস প্রাইস থেকে ৫১ শতাংশের অ্যানুয়াল রেট বেড়ে যাওয়াটা অনেক চিত্তাকর্ষক বিষয়।”

“এখনও নন-এক্সক্লুসিভ ডিজিটাল ক্যাটাগরিতে আগামী পাঁচ বছরের জন্য ৯৮টি ম্যাচের প্যাকেজ নিলাম বাকি রয়েছে। প্ৰথম দুই সেশনে ১৮টি করে, পরের দুই সেশনে ২০টি করে এবং ফাইনাল সেশনে ২৪টি ম্যাচের নিলাম বাকি রয়েছে। তারপরে প্যাকেজ ডি (বিদেশে টিভি এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব) চূড়ান্ত হবে।”
প্যাকেজ সি – ও নিয়ে নিল ভায়াকম -১৮।

ই-নিলামের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী সংস্থার প্রতিনিধিদের একটি করে গোপন কোড দেওয়া হবে। বোর্ডের কোনও পদাধিকারী বা কর্মচারী এই নিলামে অংশ নিতে পারবেন না।

বোর্ড সূত্রের খবর, টিভি সম্প্রচার স্বত্ত্বের জন্য লড়াই তুঙ্গে উঠেছিল সোনি এবং ওয়াল্ট ডিজনির (স্টার)। আর ডিজিটাল রাইটসের জন্য রিলায়েন্স উদয় শঙ্কর এবং জেমস মারডখের লুপা সিস্টেমের সঙ্গে জুটি বেঁধে নেমেছিল ময়দানে।

আপাতত রিলায়েন্সের ভায়াকম প্যাকেজ সি মার্কি ম্যাচের সম্প্রচারের জন্যও ঝাঁপিয়েছে আজ মঙ্গলবার। গ্রুপ সি প্যাকেজ কোনওভাবেই হাতছাড়া করতে চাইছে না রিল্যায়েন্স। বিদেশে সম্প্রচার স্বত্ত্ব পাওয়ার বিষয়ে ফেভারিট জি। যাদের ‘নেতৃত্ব’ দিচ্ছেন বোর্ডের প্রাক্তন সিইও রাহুল জোহরি।

নিলামের সঙ্গে যুক্ত এক কর্তার দাবি, “সোনি প্যাকেজ এ এবং জি প্যাকেজ ডি হস্তগত করলে জি-সোনির পার্টনারশিপে আইপিএলে নয়া দিগন্ত শুরু হতে পারে। আপাতত মঙ্গলবারের অপেক্ষায় রয়েছে সকলে।” যদিও পুরো নিলাম শেষ হয়ে বোর্ডের সরকারি ঘোষণা আসতে পারে বুধবার। আইপিএল যে সৌরভ – জয় জামানায় নয়া নজীর গড়ে ফেলেছে – এটা আর বলার অপেক্ষা রাখে না।

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team