Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IPL Auction: ৬০০ ক্রিকেটারের দলবদলে উড়বে কোটি–কোটি টাকা
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ১০:০৩:৫৯ পিএম
  • / ৩৯৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

উইক এন্ডে কোটি–কোটি টাকায় ক্রিকেটার কেনা বেচা শুরু হবে শনিবার। চলবে পরের দিন রবিবার। বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেলে ১৫ তম আইপিএলের ১০ দলের টেবলে চলবে বেজায় লড়াই। ৫৯০ জন দেশ-বিদেশ ক্রিকেটার। শেষ মূহুর্তে ভারতের আন্ডার-১৯ বিশ্বকাপ জয়ী দলের ১০ ক্রিকেটারকে এই তালিকায় রাখা হয়েছে।মোট ৬০০! মেগা নিলাম শুরুর আগে সব ফ্র্যাঞ্চাইজি ৩০ জন ক্রিকেটারদের সরাসরি রিটেনশন বা ড্রাফটের মাধ্যমে ধরে রেখেছে। রইলো বাকি ৫৬০ জন। এবার নিয়ে এটা পঞ্চম মেগা নিলাম। কানাঘুষা চলছে- এবারই নাকি শেষ প্লেয়ার নিলাম। এবারের পাঠ চুকলে- এই প্রক্রিয়া তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে রেখেছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। শনিবারের বারবেলায় (১২টায়) শুরু আইপিএল নিলাম। সব ফ্র্যাঞ্চাইজিকে সকাল ১১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। আটটি নেটওয়ার্ক চ্যানেলে ৫টি ভাষায় নিলামের সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ইশান কিষাণ :

এবারের আইপিএলের মেগা নিলামের আগে যে যে ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তাদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে ধোনির শহরের ক্রিকেটার ইশান কিষাণের নাম। টপ বা মিডল অর্ডার, যে কোনো জায়গায়ই ব্যাট করতে পারে কিষাণ। সঙ্গে থাকছে, উইকেটকিপিং। এক সময় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন। তাই, ২৩ বছর বয়সী এমন অলরাউন্ডার উঠতি তারকাটি হেসেখেলে ১০ কোটির গন্ডি টপকে বিক্রি হতে পারেন। এমনকী এ বারের নিলামে কিষাণের সর্বোচ্চ মূল্যেও বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রেয়স আইয়ার :

কেকেআর, পঞ্জাব কিংস এবং আরসিবি, তিনটি দল নতুন অধিনায়কের খোঁজে নিলামে নামবে। দিল্লি ক্যাপিটালস এর আগে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল ফাইনালে পর্যন্ত পৌঁছেছে। এই মূহুর্তে ভারতীয় দলের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটারও শ্রেয়স। একদিকে যেমন তাঁর অভিজ্ঞতা রয়েছে, তেমনই ২৭ বছর বয়সী শ্রেয়স ভবিষ্যতেও অনেকদিন ধরে যে কোনও ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন। সুতরাং, তাঁকে নিয়ে লম্বা দর কষাকষি হতেই পারে।

দীপক চাহার:

বল হাতে দীপক চাহারের দক্ষতা এখন সকলেরই জানা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৪ বলে ৫৪ রান এবং আইপিএল মেগা নিলামের ঠিক আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৮ বলে ৩৮ রান করে দীপক নিজের ব্যাটিং দক্ষতারও প্রমাণ সকলের সামনে রেখেছেন। ইনিংসের শুরু হোক আর পরের হোক– বল করার দক্ষতার পাশপাশি এই ব্যাটিং দক্ষতা, অলরাউন্ডার হিসাবে দীপককে বড় দর এনে দিতে পারে। উপরন্তু, সিএসকের চ্যাম্পিয়ন দলের সদস্য। সেই জয়ের মানসিকতাও যে কোনো দলের পক্ষেই কাজে লাগতে পারে। সুতরাং, দীপক চাহারের মূল্য ১০ কোটি টপকে গেলে অবাক না হওয়াই ভালো।

শার্দুল ঠাকুর:

এখন যুগই সোশ্যাল মিডিয়ার। তাই ভাইরাল হওয়া এক ভিডিয়োয় যুজবেন্দ্র চাহালকে ‘লর্ড’ শার্দুল ঠাকুরের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছিল, ‘ভগবানের জন্য নির্ধারিত কোনো বাজেট হয় না।’ সত্যিই, শার্দুল ঠাকুরের জন্য আগে থেকে বাজেট ঠিক করাও সম্ভব নয়। গত মরশুমে ২১টি উইকেট ছিল তাঁর ঝুলিতে। আইপিএলে তাঁর ব্যাটিং পরিসংখ্যান দেখে যতই লোকজন অবাক হন না কেন, শার্দুলের ব্যাট হাতে দক্ষতা সম্পর্কে এখন সকলে জানে। সুতরাং, তাঁর মতো অলরাউন্ডারকে যে সবাই দলে নিতে চাইবে এবং তাঁর জন্য যে নিলামে বেজায় দর কষাকষি হবে, তা নিশ্চিত।

যুজবেন্দ্র চাহাল:

আইপিএলে ১৪ টি পর্বে ১১৪ ম্যাচে ১৩৯টি উইকে।এই বোলিং পারফমেন্সে নিঃসন্দেহে যে কোনো ক্রিকেটারের দক্ষতা বুঝিয়ে দে্‌ওয়া যায়। যুজবেন্দ্র চাহাল, এখন ভারতীয় ক্রিকেটের সেরা স্পিনারদের মধ্যে প্রথম তিনের অন্যতম। গত মরশুমেও ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি। অতীত হোক বা সাম্প্রতিক ফর্ম, সবই চাহালের পক্ষে। আর হালে টি-টোয়েন্টিতে লেগ স্পিনারের চাহিদা তুঙ্গে। সুতরাং, চাহাল ১০ কোটির বেশি মূল্যে বিক্রি হতেই পারেন।

হাতে মোবাইল থাকবে। নজর থাকবে নানান সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
নিলামে আপাতত যে ছয় নিয়ম মানা হবে-তা শুক্রবার ১০ দলের কর্নধারদের জানিয়ে দেওয়া হয়েছে। সেগুলিতে নজর রাখা যাক–

১) নিলামের শুরু হতেই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিতে হবে নিজ নিজ দলের মার্কি ক্রিকেটারদের। এই তালিকায় রয়েছেন আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, ফাফ ডুপ্লেসিস, কাগিসো রাবাদা, শ্রেয়স আইয়ার, ডেভিড ওয়ার্নারদের মত তারকারা।
২) মার্কি ক্রিকেটারদের বাছাই শেষ হলে ফ্র্যাঞ্চাইজি দলের সকলে জাতীয় দলে খেলা ক্যাপড ক্রিকেটারদের বাছতে বসবেন। এই রাউন্ডে স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং বোলারদের নাম তোলা হবে পরপর। এরপরে আসবে যথাক্রমে অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটসম্যান এবং ফাস্ট বোলার এবং স্পিন বোলারদের পালা।
৩) ক্যাপড লিস্টের পরে জাতীয় দলের হয়ে না খেলা আনক্যাপড ক্রিকেটারদের নিলামে তোলা হবে। আয়োজক আইপিএল ম্যানেজমেন্টের তরফে পুরো নিলাম পর্ব মার্কি রাউন্ড সমেত ৬২টি পর্বে ভাগ করা হয়েছে। ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ারদের নিলামে আনা হবে কয়েক রাউন্ড অন্তর অন্তর।
৪) কারা ক্যাপড, কারা আনক্যাপড তা ঠিক করা হবে সেই ক্রিকেটারের বর্তমান স্ট্যাটাসের ওপর। নথিভুক্ত করার সময়ে সেই প্লেয়ারের স্ট্যাটাস ধার্য হবে না। যেমন দীপক হুডা নিজের নাম নথিভুক্ত করেছিলেন আনক্যাপড হিসাবে। কারণ সেই সময় তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। তবে নিলামের সময়ে দীপক হুডা কিন্তু ক্যাপড ক্রিকেটার হয়ে গেছেন। কারণ ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
৫) নিলামের প্ৰথম দিনে ১৬১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। দ্বিতীয় দিন একসঙ্গে ৪২৯ জন ক্রিকেটারের পালা।
৬) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে স্কোয়াডে ২৫ জন ক্রিকেটারদের স্লট ভরাট করতে হবে বরাদ্দ ৯০ কোটি বাজেটের মধ্যে।

খেলা শুরু।

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team