কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো। দীর্ঘ দিনের প্রথা মেনে নিজের বাড়িতে কালী পুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও পুজো করোনা সতর্কতা মেনে। শরীরে তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজেশন করে তারপর অতিথিদের নিয়ে যাওয়া হয় ভিতরে। উপোস করে ভোগ রান্না, তদারকি সবই মুখ্যমন্ত্রী নিজেই করেন।
কালীঘাটে নিজের বাড়িতে মা কালীর আরাধনায়, মাননীয়া মুখ্যমন্ত্রী @MamataOfficial।#KaliPuja2021 #BanglarGorboMamata pic.twitter.com/S5u35vxACV
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) November 4, 2021
দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে বহু বছর ধরে কালী পুজো করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নের কাজ নিজেই করে থাকেন প্রতিবছর। প্রতিবারই পুজো ঘিরে উৎসবের চেহারা নেয় কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এবারও তার অন্যথা হল না। সন্ধের পর থেকেই ভিড় বাড়তে শুরু করে। নেতা থেকে অভিনেতা – এলেন সকলেই। রাতের দিকে শুরু হল পুজো।
ভোগ রান্নায় ব্যস্ত মমতা৷ নিজস্ব চিত্র৷
সূত্রের খবর, নেতা নেত্রী ছাড়াও পরিবারের আত্মীয়রা এসেছিলেন। ছিলেন রাজ্য প্রশাসনের কর্তারা। দলের কাজ করার জন্য তাঁর বাড়িতেই একটি কার্যালয় আছে। তার পাশের খোলা জায়গাতেই পুজো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুজোর সময় ভিড়ও বাড়তে শুরু করেছে বলে কয়েকটি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।
আরও পড়ুন-করোনা মোকাবিলায় ‘অ্যান্টিভাইরাল পিল’ সেবনের অনুমতি যুক্তরাষ্ট্রে
প্রতিবারই দুর্গা পুজোর পর কালী পুজোর সময়ও ব্যস্ততা বেড়ে যায় মুখ্যমন্ত্রীর। একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি। দুর্গা পুজোর সময় যেমন তাঁকে যেমন দক্ষিণ কলকাতায় বেশি পাওয়া যায় ঠিক উল্টোটা হয় কালীপুজোর সময়। তাঁর বেশি সময়টা কাটে উত্তর কলকাতাতেই।