Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
রামমন্দিরে আদবানি, জোশিকে আমন্ত্রণ সঙ্ঘের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:২৫:০৯ এম
  • / ১৩৪ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

নয়াদিল্লি: বিজেপির রথযাত্রার ‘রামচন্দ্র’ লালকৃষ্ণ আদবানিকে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ছেঁটে ফেলার চেষ্টা নিয়ে বিতর্ক তৈরি হতেই ক্ষতে মলম লাগাল বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস। একইসঙ্গে এদেশে রাম-রাজনীতি আমদানি করা আরেক প্রবীণ বিজেপি নেতা মুরলিমনোহর জোশিকেও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছিল। ভিএইচপি এবং আরএসএসের শীর্ষ নেতারা সমালোচনার মুখ বন্ধ করতে এই দুই প্রবীণ নেতার বাড়িতে গিয়ে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন।

হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা রাম লাল ও কৃষ্ণগোপাল গিয়ে আদবানি ও জোশিকে আমন্ত্রণ জানান। সেই ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কুমার বলেন, আদবানি এবং জোশিজি বাদ দিয়ে রামমন্দির আন্দোলনের কথা আমরা ভাবতেই পারি না। তাঁদের স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন হলেও দুজনকে আসতেই হবে। আদবানি এবং জোশি দুজনেই বলেছেন, তাঁরা আসার চেষ্টা করবেন। তবে কীভাবে তাঁদের আনা হবে, তার জন্য প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: গীতাপাঠে নেই মোদি, আজ বৈঠকে মমতার মুখোমুখি

প্রবীণ এই দুই নেতা অযোধ্যায় রামমন্দির নির্মাণ আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। মন্দিরের অছি পরিষদের তরফে প্রথমে জানানো হয়, এই দুই বয়োবৃদ্ধ নেতা তাঁদের স্বাস্থ্য এবং বয়সের কারণে আগামী মাসে মন্দির উদ্বোধন ও প্রাণপ্রতিষ্ঠার পুণ্যকার্যে উপস্থিত থাকতে পারবেন না।

রামমন্দির অছি পরিষদের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, দুই নেতাই সঙ্ঘ পরিবারের প্রবীণতম সদস্য। তাঁদের বয়সের কথা ভেবে আসতে নিষেধ করা হয়েছে। আর এই প্রস্তাব দুই নেতাই মেনেও নিয়েছেন।

রাই বলেন, ২২ জানুয়ারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন উপস্থিত থাকবেন। ১৫ জানুয়ারির মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রাণপ্রতিষ্ঠার জন্য পুজো শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, আদবানিজির বয়স এখন ৯৬ এবং জোশিজি আগামী মাসে ৯০ বছরে পড়বেন। সে কারণেই তাঁদের আসতে মানা করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীকেও। এছাড়া ৬ শঙ্করাচার্য এবং প্রায় ১৫০ সাধুসন্ত আসবেন। মোট প্রায় ৪ হাজার সাধু এবং ২২০০ অন্যান্য অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন কাশী বিশ্বনাথ মন্দির, বৈষ্ণোদেবীর প্রধান প্রধান, দলাই লামা, কেরলের মাতা অমৃতানন্দময়ী, যোগগুরু রামদেব, অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, ছোট পর্দার রাম অরুণ গোভিল, পরিচালক মধুর ভাণ্ডারকর। শিল্পপতিদের মধ্যে থাকতে পারেন মুকেশ ও অনিল আম্বানি, ইসরোর ডিরেক্টর নীলেশ দেশাই প্রমুখ। প্রাণপ্রতিষ্ঠার পর ৪৮ দিনের মণ্ডলপুজো হবে। দর্শনার্থীদের মন্দির খুলে দেওয়া হবে ২৩ জানুয়ারি থেকে।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team