বাঁকুড়া: বাঁকুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ উঠল। মৃতদের পরিবারের বক্তব্য, গাছের ডালের সঙ্গে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ছিল। তার উপরে তোলার জন্য বারংবার বিদ্যুৎ দফতরকে জানানো হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। দফতরের গাফিলতির কারণেই দু’জনের মৃত্যু হল।
মৃত পার্বতী ঘোষের স্বামী দিলীপ ঘোষ বলেন, ‘ঘরে শুয়েছিলাম। আচমকা আর্তনাদের শব্দ শুনতে পাই। এসে দেখি দু’জন পাশাপাশি পড়ে রয়েছেন। গায়ে তার জড়ানো ছিল। সকলকে ডেকে আনি। এই ঘটনার পিছনে বিদ্যুৎ দফতরের গাফিলতি রয়েছে। গাছগুলো কাটার কথা ছিল। কিন্তু দফতরের লোকেরা আসেনি।’
শনিবার সকালে বাঁকুড়া সদর থানার ভূতশহর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়। স্থানীয়দের বক্তব্য, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। ঝড়বৃষ্টি হলেই বিপজ্জনকভাবে ঝুলে থাকে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটির থেকে ওই তারটি ছিঁড়ে রাস্তায় পড়েছিল। বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হলেও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন: Amravati Murder: মহারাষ্ট্রের অমরাবতীতে ব্যবসায়ী খুন, নূপুরের সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্টের পরিণতি
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও এই ঘটনায় বিদ্যুৎ দফতরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর কথায়, বিদ্যুৎ দফতরের গাফিলতিতে দুটো তাজা প্রাণ চলে গেল। আগামীদিনে যাতে না ঘটে, তা দেখতে হবে। গ্রামের রাস্তায় ইলেকট্রিক কেবল লাইন পাতা হোক।