কলকাতা: বৈশাখের শুরু থেকেই তীব্র দাবদাহে নাভিশ্বাস ওঠার জোগাড় দক্ষিণবঙ্গবাসী। চড়চড় করে ৪০ ছাড়াবে পারদ! ভয়ঙ্কর গরমে চাঁদি ফাটবে! এমনই খবর শোনাল আলিপুর আবহাওয়ার দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সারাদিন আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। বেলা বাড়লে বাড়বে রোদের তেজ, গরম বাড়বে। আগামী ৪ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে (Temperature Increase) উত্তরবঙ্গে এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এরই মধ্যে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা (Heat Wave Warning) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যবাসীকে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুকনো থাকবে। আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’একটি জায়গায় স্থানীয় ভাবে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া ভিজতে পারে ছিটেফোঁটা বৃষ্টিতে। এ ছাড়া আগামী রবিবার পর্যন্ত আর কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর পশ্চিম থেকে শুকনো এবং গরম হাওয়া প্রবেশ করার জন্য এইভাবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। শুকনো গরম আবহাওয়া, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: মহিলাদের গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ সিপিএমের
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা (North Bengal Rain Forecast ) রয়েছে। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারের মতো উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় সারা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্য খবর দেখুন