কলকাতা : কোনও পুজোতেই বৃষ্টির হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। জগদ্ধাত্রী পুজোর দশমীতেও বৃষ্টি। আর এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
ফের হাওয়া বদল। নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে আজও মেঘলা আকাশ। উপকূলে মাঝারি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি। সোমবার হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাতেও।
আরও পড়ুন : নিম্নচাপের মেঘ সরলেই জাঁকিয়ে শীত! কী বলছে আবহাওয়া দফতর?
উত্তরবঙ্গেও শীতের আমেজ কমবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি কোনও জেলাতেই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি কলকাতায় মেঘলা আকাশ। রাতের দিকে তাপমাত্রা থাকবে ৩ ডিগ্রি উপরে। পুবালি হাওয়ায় সাগর থেকে জলীয় বাষ্পে মেঘলা আকাশ। আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে।