ভাটপাড়া: ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের দলবদলু সাংসদ অর্জুন সিংয়ের ( Arjun Singh) আত্মীয় পাপ্পু সিংকে মূল চক্রী বলে দাবি করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। গত ২২ নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদবকে (Jagaddal Vicky Yadav Murder) গুলি করে খুন করা হয়েছিল। সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই খুনের ঘটনায় মূল চক্রী হিসাবে অর্জুনের আত্মীয় পাপ্পু সিংকে দায়ী করলেন তৃণমূল বিধায়ক।
জগদ্দল থানার অদূরে বাড়ির সামনে ভিকি যাদবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ভিকির বাড়ির সামনে এসে ১১ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যার ৯ টি গুলি ভিকি শরীরের লাগে, এমনকি মাথায়ও গুলি লাগে। ২৫ বছর আগে এভাবেই খুন হয়েছিলেন ভিকি যাদবের বাবাও। ভিকি যাদবকে খুনের জন্য ভাড়াটে খুনিদের পরিচালনা করেছিল বলে দাবি পুলিশের। পুলিশ কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে খুনের ঘটনায় ধৃত চারজন ছাড়াও আরও বেশ কয়েকজন যুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের বিষয় তথ্য সংগ্রহ করেছে।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলে বোমা, গুলি, উত্তপ্ত ভাঙড়
ভিকির খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিং জানান, ভিকিকে খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। তাঁর মতে, ব্যক্তিগত সমস্যা ছিল কি না সেইদিকে নজর দিলে তাড়াতাড়ি এই ঘটনার আসল সত্য জানা যাবে। ভিকির মৃত্যুর কয়েকদিন পরেই তাঁর ঘনিষ্ঠ এক যুবক আত্মঘাতী হন। ভিকি খুনের ঘটনায় তাঁর নামও জড়িয়ে ছিল। মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাতে লেখা ছিল, ভিকি তোমার মৃত্যুর ঘটনায় আমার নামও উঠে এসেছে। তাই তুমি যেখানে গিয়েছ আমি সেখানে চলাম।
আরও অন্য খবর দেখুন