কলকাতা: বিধানসভা ভোটের পর উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। ভোট শতাংশ ১৮-তে নেমে এসেছে। এই পরিস্থিতিতে পুরভোটকে পাখির চোখ করছে গেরুয়া শিবির। ডিসেম্বরে কলকাতা-হাওড়া পুরসভা নির্বাচন হওয়ার কথা। এরই মধ্যে ফাঁস হল এক বিস্ফোরক ভিডিও ক্লিপ। ওই ক্লিপে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করে টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর নামও কথোপকথনে রয়েছে।
রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কলে প্রীতম বিজেপি রক্তিম নামে এক ব্যক্তি অন্যজনের সঙ্গে কথা বলছেন। ভিডিওতে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করে কলকাতার পুরভোটে বেশ কিছু ওয়ার্ডের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। ১২টি টিকিটের প্রতিটির জন্য ১ লক্ষ টাকা করে দাবি করেছেন ওই ব্যক্তি। টাকার অঙ্ক নিয়ে দর কষাকষিও চলেছে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামও ভিডিওতে শোনা গিয়েছে।
আরও পড়ুন: ‘অর্থ ও নারী চক্রে জর্জরিত বঙ্গ বিজেপি’, বিস্ফোরক তথাগত
বক্তা স্পষ্ট জানিয়েছেন, ১ লক্ষ টাকার কমে টিকিট পেতে গেলে সুকান্ত মজুমদারের অনুমোদন প্রয়োজন। শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে ‘সেটিং’ করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। সম্প্রতি বিজেপি নেতা তথাগত রায় বলেন, অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। তার কিছুদিনের মধ্যে এভাবে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ সামনে আসায় যথেষ্ঠ অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তৃণমূল কংগ্রেস এই ভিডিও টুইট করার পর তোলপাড় পড়ে গিয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
.@BJP4Bengal is demanding 1 LAKH FOR EACH CANDIDATE.@DrSukantaBJP, is this how you collect funds for your propaganda?
SHOCKING! pic.twitter.com/mO3oBEkhHN
— All India Trinamool Congress (@AITCofficial) November 14, 2021
তৃণমূল সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেছেন, অনেক দিন থেকেউ এমনটা চলছিল। এ বার তা প্রকাশ্যে চলে এল। এতে বিজেপির চরিত্র প্রকাশ পাচ্ছে। বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম টুইটে লিখেছেন, ১ জন প্রার্থীর জন্য ১ লক্ষ। এটা খুব লজ্জার যে বিজেপি গণতন্ত্রকে এতটা নীচে নামিয়ে এনেছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। যার ছবি দেখা গিয়েছে তিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। গোটা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছে দল।
আরও পড়ুন: সমস্ত পুরসভায় নির্বাচন চেয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি