কলকাতা: কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে আর্থিক লেনদেন প্রতিরোধ আইন মামলা (PMLA) যুক্ত করেছে ইডি। এরপরই তাঁর মা মহুয়াকে হোয়াট্সঅ্যাপে বার্তা পাঠিয়েছেন। মায়ের সেই বার্তা বুধবার দুপুরে তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূল প্রার্থী। পোস্টে তাঁর মায়ের মেসেজটির স্ক্রিনশট নিয়ে মহুয়া পোস্ট করে লেখেন, বিজেপির ইডি, সিবিআইয়ের এই দৈনিক প্রেমের উদযাপন নিয়ে আমার মায়ের উত্তর। ইউ রক মাম্মি। আসল বাঘিনি। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো। ওরা তোমায় গ্রেফতার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব।
গত সপ্তাহে বিদেশি মুদ্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের মামলায় ফের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। এই নিয়ে তিনবার মহুয়াকে তলব করল ইডি। কিন্তু মহুয়া জানিয়েছিলেন, তিনি ভোটের আগে তাঁর কেন্দ্র কৃষ্ণনগরে থাকবেন। আপাতত তিনি ভোটের প্রচারে ব্যস্ত।
আরও পড়ুন: দেবের হয়ে প্রচারে অভিষেক, কোন ‘মাস্টার প্ল্যান’ ঘাটালে!
বুধবার সকালে আর একটি পোস্টে একটি প্রতিবেদনের শিরোনাম তুলে মহুয়ার কটাক্ষ করেন, খুলে হ্যায় বিজেপি কে দ্বার, আ যাও নহি তো অব কে বার তিহাড়। অর্থাৎ, বিজেপির দরজদা খোলাই আছে। এ বার চলে এসো। নইলে ঠিকানা হবে তিহাড়।
My mother’s answer to BJP’s daily ED/CBI lovefest. You rock Mummy- the original Sherni! pic.twitter.com/oL4eSdcrmC
— Mahua Moitra (@MahuaMoitra) April 3, 2024
দেখুন আরও অন্যান্য খবর: