ক্যানিং: বিজেপি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের নারকেলতলা এলাকায়। স্থানীয় বিজেপি নেতা বাপি সর্দারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন ক্যানিং পশ্চিম বিধানসভার ২ নম্বর মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি বাপি সর্দারের বাড়িতে একটি বৈঠক ছিল বিজেপি কর্মীদের। অভিযোগ, সেই বৈঠকে যোগ দিতে আসার সময় বিজেপি কর্মীদের উপর আচমকা হামলা চালায় তৃণমূল। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এমনকী এলাকায় বোমাবাজি করা হয়েছে বলেও দাবি বিজেপির। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ তৃণমূলের ওয়ার্ড কমিটির সম্পাদকের বিরুদ্ধে
যদিও স্থানীয় বিধায়কের দাবি, লোকসভা ভোটের আগে প্রচার পাওয়ার আশায় এই মিথ্যা অভিযোগ করছে বিজেপি।