কলকাতা: সোমবার সন্ধেয় রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সৌজন্যের ছবি ধরা পড়েছিল। বিদেশ থেকে বিনিয়োগ আনতে রাজ্যপালকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা। ধনখড় সম্মতিও দিয়েছিলেন। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে পাক্কা ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাজ্যপাল।
মঙ্গলবার দুপুরে জোড়া টুইটে তিনি রাজ্য সরকারের কাছে প্রশ্ন রাখলেন, ৫ বারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে মোট কত টাকার লগ্নি এসেছে রাজ্যে? বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান রাজ্যপাল। যদিও রাজ্যপালের টুইটের জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের ফেসবুক পোস্ট
আরও পড়ুন: বাপুর জন্মদিনে হিংসা নিয়ে রাজ্যকে খোঁচা ধনখড়ের, পাল্টা তৃণমূল বলছে রাজ্যপাল ‘দলদাস’
দলের তরফে ফেসবুক পোস্ট করে জানানো হয়, গ্লোবাল বিজনেস সামিটের বিগত ৫টি এডিশনে মোট ১২ লক্ষ ৩২ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে ২৮ লক্ষেরও বেশি চাকরির সৃষ্টি হয়েছে বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও রাজ্যে বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা-ধনখড়
তার কয়েক ঘণ্টার মধ্যে কার্যত বিজেপির সুরে সুর মিলিয়েই মমতা সরকারের কাছে প্রশ্ন রাখলেন রাজ্যপাল। প্রথম টুইটে ২০২০ সালের ২৫ অগাস্ট মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠি পোস্ট করে রাজ্যপাল লেখেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটি বিষয় জানতে চেয়েছিলাম। তাঁর প্রতিক্রিয়া না পাওয়ায় আমি হতাশ।
https://twitter.com/jdhankhar1/status/1458016485385785345?s=20
আরও পড়ুন: ফাইলে সই করাতে গেলেই ব্ল্যাকমেল করেন রাজ্যপাল: মমতা
দ্বিতীয় টুইটে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে সরাসরি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান রাজ্যপাল। তিনি লেখেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে স্বচ্ছতা দেখাতে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। বিজ্ঞাপন এবং প্রচারের উপর ভরসা না করে তথ্য যাচাই প্রয়োজন। ২০২২ সালের ২০ ও ২১ এপ্রিল বাণিজ্য সম্মেলন আয়োজন করছে রাজ্য সরকার।