বসিরহাট: সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা এবং জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার (Uttam Sardar) জামিন পেলেন। একই সঙ্গে জামিন পেয়েছেন বিজেপি নেতা বিকাশ সিং। শনিবার তৃণমূল উত্তমকে ছয় বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করে বিকেলে। আর রাতে তাঁকে পুলিশ গ্রেফতার করে। সন্দেশখালিতে গোলমালে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশকে। রবিবার থেকে বিজেপি বিকাশের মুক্তির দাবিতে পথে নামে। সোমবারও তাদের বিক্ষোভ অব্যাহত ছিল বিকাশের মুক্তির দাবিতে। এদিন দুজনকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। তবে প্রাক্ন্ত সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।
আরও পড়ুন: শুভেন্দুদের বাস বিভ্রান্তি, বাইপাসে থমকে থাকল সন্দেশখালি যাত্রা
শনিবারই বিরোধীরা উত্তমের সাসপেনশন এবং গ্রেফতারিকে লোক দেখানো বলে মন্তব্য করেছিল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সোমবার বলেন, আমরা তো আগেই বলেছিলাম গোটা বিষয়টাই লোক দেখানো। তৃণমূল উত্তমকে সাসপেন্ড করল। আর যেই তৃণমূলের হাত সরল, অমনি পুলিশ সক্রিয় হয়ে তাঁকে গ্রেফতার করল। তবে উত্তম জামিনে মুক্ত হওয়ায় সন্দেসখালির মানুষ ফের আতঙ্কে ভুগতে শুরু করেছে। এদিন রাতে উত্তমের জামিনের খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভের সৃষ্টি হয়। মহিলারা বলেন, এবার তো উত্তমের আরও পোয়াবারো। এবার ওর অত্যাচার আরও বাড়বে। প্রশাসন ১৪৪ ধারা জারি করে মানুষকে ঘরবন্দি করে রেখেছে। এই সুযোগে উত্তমের দলবল আবার তাণ্ডব চালাবে। বিকাশের স্ত্রী স্বপ্না সিং বলেন, এটা সত্যের জয়। আমার স্বামীকে তৃণমূল মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল।
অন্য খবর দেখুন