কলকাতা: প্রায় দু’সপ্তাহ ধরে রদবদলের কথা শোনা যাচ্ছিল৷ মঙ্গলবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল৷ বড়সড় রদবদল ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়৷ অর্থ দফতর নিজের হাতে রেখে অমিত মিত্রকে উপদেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এই দফতরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ চালাবেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷
একই সঙ্গে দায়িত্ব বাড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং শশী পাঁজার। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন পার্থ। নারী ও শিশু কল্যাণের পাশাপাশি শশী পাঁজা (Sashi Panja) সামলাবেন স্বনির্ভর দফতরের দায়িত্ব। একই সঙ্গে তথ্য কমিশনের নতুন দুই সদস্য হলেন নবীন প্রকাশ এবং বীরেন্দ্র।
গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের অন্যতম বর্ষীয়ান ও গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন ৷ সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় মন্ত্রী হচ্ছেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়৷
আরও পড়ুন-কর্মসংস্থানের স্বপ্ন দেখানো মমতা বুঝিয়ে দিলেন সিঙ্গুর জমি অধিগ্রহণের মডেল নয়
গত দু’বার খড়দহ থেকে ভোটে লড়ে জিতেছিলেন অমিত মিত্র। তাঁকেই রাজ্যের অর্থমন্ত্রী পদ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে এবার আর ভোটে লড়েননি অমিত মিত্র। তবুও তৃতীয় বারের জন্য রাজ্যের অর্থ দফতর সামলাতে তাঁর উপরই ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ। কারণ, বিধায়ক না হয়ে ছ’মাসের বেশি মন্ত্রী পদে থাকা যায় না।
অসুস্থ সাধন পাণ্ডের স্থানে রাজ্যের নয়া ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন সবংয়ের তৃণমূল বিধায়ক তথা জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মানস ভুইয়াঁ। শশী পাঁজার হাতে স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। নারী ও সমাজকল্যাণ দফতরের পাশাপাশি বাড়তি দায়িত্ব দেওয়া হল তাঁকে।