বোলপুর: আবারও বিতর্কে বিশ্বভারতী। উপাচার্যের বড়সড় কোপে এবার বিশ্বভারতীর তিন পড়ুয়া। তিন বছরের জন্য তিন জন ছাত্রছাত্রীকে স্টুডেন্টশিপ বাতিল করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ তরফে ইতিমধ্যেই এই তিন পড়ুয়াকে ই-মেইল মারফত নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনজন পড়ুয়ার স্টুডেন্টশিপ বাতিলকে কেন্দ্র করে চাঞ্চল্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে।
ফাল্গুনী পান, রুপা চক্রবর্তী, সোমনাথ সৌ এই তিনজন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ অর্থনীতি বিভাগের অধ্যাপকের অফিস ঘরের বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে সিল করে দেওয়া তালা ভাঙার নেতৃত্ব দিয়েছিল। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে এই তিন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করে। পরে এই পড়ুয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, এই তিনজন ছাত্রছাত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনজনের তিন বছরের জন্য স্টুডেন্টশিপ বাতিল করার বিজ্ঞপ্তি পাঠিয়েছে। যদিও এই ছাত্র ছাত্রীরা কর্তৃপক্ষের কাছে নিঃস্বার্থ ভুল স্বীকারোক্তি দিলে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবে বলে উল্লেখ করা আছে ওই বিজ্ঞপ্তিতে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই তিন পড়ুয়ার অভিযোগ, উপাচার্য চেয়ারে অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে রবীন্দ্রনাথের কর্মভূমি সাধের শান্তিনিকেতনে। উপাচার্য আসনের ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন। তারই প্রতিবাদের জন্য এই পড়ুয়াকে শাস্তির মুখে পড়তে হলো বলে দাবি।