বারুইপুর: সোনারপুর (Sonarpur), বামনগাছি ও বারুইপুরের (Baruipur) জগদীশপুর মৌজায় প্রায় ৩০০ থেকে ৪০০ জন কৃষকের জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ। অনলাইনে জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ সমানে এল। স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড সংস্থার নামে বিজ্ঞাপন দেওয়া হয়। বারুইপুর আমতলা রোডে বকুলতলা এলাকায় এই সংস্থা একটি জমি কেনে। তারপর বিস্তীর্ণ এলাকায় জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ। কৃষকের কাছে একটি নোটিশ আসে তারপরেই পুরো বিষয়টি সামনে আসে।
স্থানীয় বাসিন্দারা লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে পুরো বিষয়টি জানায়। তারপর এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। মৃত ব্যক্তির আধার কার্ড জাল করে নকল ছবি ও সই বসিয়ে জমি বিক্রি করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের জামিন হয়।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
এই ঘটনায় পরেই পথে কৃষকরা ‘জমি বাঁচাও কমিটি’ (Zomi Bachao Committee Agitation) করেন কৃষকরা। জমি ফেরত পেতে পথ সভা, এলাকায় মিছিল করেন কৃষকরা। মিছিলের সামনে ছিলেন মহিলারা। উত্তেজিত কৃষকরা ভাঙচুর করে সংস্থার গেট। ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। কৃষদের দাবি সরকার তাদের দুয়ারে এসে জমি ফেরত দিক। আগামী দিনে জমি বাঁচাও কমিটি বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিটির সদস্যরা।
আরও খবর দেখুন