কলকাতা: মহিলা কামরা বাড়ানোর দাবিতে শিয়ালদহের দক্ষিণ শাখার (Sealdah South Division) মথুরাপুরে অবরোধ লোকাল ট্রেনে (Local Train)। শনিবার সকাল ৬টা নাগাদ মথুরাপুর স্টেশন (Mathurapur Station) চত্বরে অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা। বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা ওই শাখায় ট্রেন চলাচল ছিল অব্যাহত। ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় জারি রেড অ্যালার্ট
উল্লেখ্য, মাস কয়েক আগেই ট্রেনে মহিলা কামরা বাড়ানো হয়েছিল। তবে এই মুহূর্তে অবরোধের কারণ? বিক্ষোভকারী মহিলাদের দাবি, ভোর পাঁচটা পঞ্চাশে যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছয়, সেই ট্রেনে এখনও পর্যন্ত মহিলা কামড়ার সংখ্যা কম। ফলত, অসুবিধায় পড়তে হয় নিত্য মহিলা যাত্রীদের। কামরায় যাত্রীরা ঠিকঠাক ভাবে বসতে পারেনা। প্রতিদিন মহিলাদের মধ্যে ঝামেলা-অশান্তি সৃষ্টি হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। সেই কারণে মথুরাপুর স্টেশনের রেল লাইন আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
দিনকয়েক আগে এই মথুরাপুর স্টেশনে বিক্ষোভ দেখিয়েছিল নিত্য পুরুষযাত্রীরা। তাদের দাবি ছিল, ট্রেনের মহিলা বগি বাড়ানোর জেরে অসুবিধার মুখে পড়তে হয়েছে তাদের। সেই দাবিতেই দফায় দফায় বিক্ষোভ চলেছিল। শনিবার বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা যাত্রীরা। যাত্রীদের অধিকাংশের বক্তব্য, বাড়ানো হোক ট্রেনের সংখ্যা। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন যাত্রীরা।
দেখুন আরও খবর: