কলকাতা: আগামী তিনদিনের মধ্যে কেরালায় (Kerala) ঢুকে পড়বে জলীয়বাষ্পে ভরপুর দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু, জানাল মৌসম ভবন। কিন্তু কেরালায় ঢুকলেও আরব সাগরের একাধিক এলাকাই ওই বাতাসের আওতার বাইরে থেকে যাবে। এই সুযোগে পশ্চিমের রাজ্যগুলিতে ঘনিয়ে উঠছে অতি গভীর নিম্নচাপ। বাড়িয়ে চলেছে শক্তি। তার ফলে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। ইতিমধ্যেই দেশের পশ্চিম উপকূলের একাধিক রাজ্যে ‘লাল সতর্কতা’ জারি করেছে আইএমডি।
হাওয়া অফিস জানিয়েছে, ২৮ মে পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। নিম্নচাপ কতটা শক্তি সঞ্চয় করতে পারবে,তা নির্ভর করছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর গতিবিধির উপর। ভারতের পূর্ব উপকূলেও কড়া নজর রাখছেন আবহবিদরা।
আরও পড়ুন: যাত্রীদের জন্য নয়া পরিষেবা মেট্রো রেলের, কোন স্টেশনে মিলবে দেখুন
২৭ মে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। যার জেরে ২৮ মে থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপ তৈরির আগেও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় থাকবে ঝড়–বৃষ্টির আবহ।
বঙ্গোপসাগরে ২৭ মে নাগাদ যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার প্রভাবে ২৮ মে থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অনেকটা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছেন আবহবিদরা। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। তারই জোরালো প্রভাবে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হয়ে চলেছে রাজ্যে।
শুক্রবার বিকেলে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়–বৃষ্টির সম্ভাবনা।
দেখুন আরও খবর: