নিমতা: তৃণমূলের পার্টি অফিসে (Trinamool party office) কাউন্সিলদের উপস্থিতিতে সালিশি সভায় যুবককে মারধর (Beating the youth ) অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে আক্রান্ত যুবকের। উত্তর দমদম পুরসভার ৪ ও ৩৪ নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে সোমবার রাতে সালিশি সভা বসানো হয়েছিল। ওই সভায় দুই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিমুদ্দিন ও সুলতানা বাণুর উপস্থিতি ছিলেন। সেই সময় নিমতার ছোট ফিঙ্গার বাসিন্দা কয়েকজন যুবককে যারা পার্শ্ববর্তী চায়ের দোকানে বসেছিলেন। তাদের ওই পার্টি অফিসে ঢেকে দরজা বন্ধ করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে আক্রান্ত যুবক জিনাত আলির।
আরও পড়ুন: বহিরাগত প্রার্থী চাই না, মিনাখায় পড়ল পোস্টার
এছাড়াও রাজা নামে এক যুবককে মারধর করা হয়। তিনি এখন কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভয় মুখ খুলতে নারাজ এলাকাবাসীও। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম উত্তেজনা না ছড়ায় তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এই ঘটনার ছবি তুলতেও সাংবাদিককে পুলিশি বাঁধার মুখ পড়তে হয়।
আরও অন্য খবর দেখুন