কলকাতা: আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি সূত্রে খবর, সেই সভায় সন্দেশখালির নির্যাতিতাদের উপস্থিত করানো হবে। আলাদা মঞ্চ করে বসানো হবে তাঁদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা।
রাজ্য বিজেপি জানিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিতে মহিলাদের নির্যাতন নিয়ে কথা বলতে পারেন। পরে সুকান্ত দিল্লিতে বসে সেই তারিখ নিশ্চিত করেন। ৬ মার্চ বারাসতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ গড়া হবে। সেখানেই মুখ ঢেকে বসবেন নির্যাতিতারা। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রায় পৌঁছবে। রাজনৈতিক মহলের মতে, বাংলায় সন্দেশখালি কাণ্ডকে ইস্যু করেই তৃণমূলের মুখোমুখি হতে চাইছে গেরুয়া শিবির।
আরও পড়ুন: সন্দেশখালি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
তবে ময়দান থেকে পিছিয়ে নেই শাসকদলও। আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করতে চলেচেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এই আবহে সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের নার্তা পৌঁছে দিতে প্রস্তুত শাসক শিবিরও। অভিষেকের সভার আগে আগামী ৩ মার্চ সন্দেশখালিতে জনসভা করতে চলেছে তৃণমূল। সেই সভাতে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, নির্মল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। ১ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে শাসক দল। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সন্দেশখালি যাওয়ার কথাও আছে ব্রাত্য বসু, পার্থ ভৌমিক ও সুজিত বসুর।
দেখুন আরও অন্যান্য খবর: