ময়নাগুড়ি: আসন্ন লোকসভা ভোটে উত্তরবঙ্গর উপর নজর রেখেছে তৃণমূল। সেইমতো প্রথম দফা ভোটের আগে জোর প্রচারে নেমে পড়েছে শাসক শিবির। মঙ্গলবারও ময়নাগুড়ির জনসভা থেকে ফের একবার মোদি-শাহকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চাও খায়নি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম। নিইনা। কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষই আমার বাহুল্যতা। কী সাহস আমাকে চোর বলছে। ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। তা ছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না।
এদিন উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতেও যাবেন মমতা। সেখানে একটি পদযাত্রার কর্মসূচি রয়েছে তাঁর। দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে সেখানে প্রচার করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: হাড়োয়ায় সিপিএম নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
বুধবার রামনবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না।
দেখুন আরও অন্যান্য খবর: