মালদহ: কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে (Political Clash) উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক (Kaliachak)। অভিযোগ শুক্রবার সকালে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের (Panchayat Prodhan) বাড়িতে। কালিয়াচকের সিলামপুর ২ পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবির স্বামী নাসিরুদ্দিন শেখ ও দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রধান ফিরোজা বিবি ও তাঁর স্বামী পঞ্চায়েতের অডিট করাতে কলকাতা গিয়েছিলেন। রাতেই কলকাতা থেকে বাড়ি ফেরেন। এদিন সকালে তার বাড়ির সদর দরজায় কয়েকজন কড়া নাড়ায়। এবং দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাঁদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ।
তৃণমূল দুষ্কৃতীরা প্রধানের স্বামী নাসিরুদ্দিনকে হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করে। ছুটে আসে তাঁর স্ত্রী ও তার দুই ভাই। তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক তিনজনকে কুপিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নিয়ে যায় সিলামপুর গ্রামীন হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎকরো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বেড়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সকাল থেকে তৎপর ইডি, শাহাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
আরও খবর দেখুন