কলকাতা : পুবালি হাওয়ার দাপটে উত্তুরে হাওয়া উধাও। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টি। দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ আপাতত নেই বলাই চলে। রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিন। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ চেন্নাই উপকূলের কাছে স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে রবিবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : বঙ্গে এখনই জাঁকিয়ে শীত নয়, জানাচ্ছে আবহাওয়া দফতর
শীতের আমেজ কমলেও সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে। সপ্তাহান্তে মেঘলা আকাশের সম্ভাবনা। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতাতে আকাশ দিনভরই মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। এদিকে নিম্নচাপ চেন্নাইয়ের কাছে স্থলভাগে প্রবেশ করে শক্তি হারাচ্ছে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পুবালি হাওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে সপ্তাহের শেষের দিকে। নতুন করে ফের রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।