কলকাতা: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর। আবহাওয়া দফতরের সতর্কতা, শনি ও রবিবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ দিয়েছে আলিপুর।
কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অপিস সূত্রে জানা গিয়েছে, শনিবার ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে শহরের তাপমান। আগামী ৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁতে পারে। দিনভর গরম বাতাস লু বইবার সম্ভাবনা রয়েছে। রবিবার চরমে উঠবে শহরের আবহাওয়া।
আরও পড়ুন: শিশুখাদ্যে চিনি মেশানোর অভিযোগ সুইস সংস্থার বিরুদ্ধে
দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা মঙ্গলবার পর্যন্ত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সাত জেলায় রবিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের সঙ্গে বইবে লু।
যদিও এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আলিপুর। সূত্রের খবর, আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর ফলে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে এই বৃষ্টি পরিমাণ আরও বাড়তে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে এই সম্ভাবনা খুবই সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের ৫ জেলায় আজও বৃষ্টি র পূর্বাভাস রয়েছে। কাল ও পরশু বৃষ্টি শুধু দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বইবে হালকা ঝড়ো হাওয়া।
দেখুন আরও অন্যান্য খবর: