পূর্ব মেদিনীপুর: কলকাতা টিভির (Kolkata TV) খবরের জেরে খাদ্য দফতর (Food Department) থেকে সুবিচার পেল মৃত রেশন ডিলারের ( Ration Dealer ) পরিবার। যে সমস্যার কারণে আত্মঘাতী হয়েছিলেন ওই রেশন ডিলার সুকুমার দাস, সেই সিংহভাগ সমস্যা সরকার মেনে নিয়েছে। কাঁথি মহকুমা রেশন ডিলারস অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে লাগাতার লেগে থেকেছিল। সংগঠন বারবার রেশন দফতরে ডেপুটেশন দিয়েছে।
দীর্ঘদিন ধরেই রেশন ডিলারদের একাধিক দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে ডিলারদের সংগঠন। ইপস মেশিনে অতিরিক্ত স্টকের হিসেব করতে না পারায় আত্মঘাতী হন কাঁথি থানার টগরিয়া গ্রামের রেশন ডিলার সুকুমার দাস। গত ১৩ ফেব্রুয়ারি রেশন ডিলার সুকুমার দাস দুয়ারে রেশন পরিষেবা দিতে গিয়ে সরকারি অব্যবস্থার জেরে গ্রাহকদের হাতে অপমানিত হন বলে অভিযোগ। তারপরে বাড়ি এসে নিজের রেশন দোকানের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুকুমার। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন। সেই সুইসাইড নোটের পরিপেক্ষিতে কাঁথি মহকুমা রেশন ডিলারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারংবার কাঁথি মহকুমা খাদ্য দফতরে দরবার করা হয় সুবিচার চেয়ে। মৃতের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাঁথি মহকুমা রেশন ডিলারস অ্যাসোসিয়েশন। কলকাতা টিভি বারবার রেশন সরবরাহে অব্যবস্থাক খবর সম্প্রচার হওয়ার নড়েচড়ে বসে বিভাগীয় খাদ্য দফতর।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৮)
আরও পড়ুন: ডিজির তৎপরতা, সন্দেশখালিতে শাজাহানের দখলমুক্ত হল বিশাল খেলার মাঠ
কাঁথি মহকুমা খাদ্য দফতর অফিসের সামনে কাঁথি মহকুমা রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারংবার আন্দোলনে নেমেছে। মৃতের পরিবারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাঁথি মহকুমা রেশন ডিলার অ্যাসোসিয়েশন। কলকাতা টিভি চ্যানেল বারংবার রেশন অব্যবস্থা’র খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে বিভাগীয় খাদ্য দফতর। যে সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হল ডিলার সুকুমার দাসকে, সেই সমস্যা’র তুলে ধরেছে কলকাতা টিভি। কলকাতা টিভি খবরের সম্প্রচারের জেরেই খাদ্য দফতর থেকে সুবিচার পেল- মৃত রেশন ডিলারের পরিবার। মৃতের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাঁথি মহকুমা রেশন ডিলার অ্যাসোসিয়েশন।
রেশন যে সমস্যার কারণে আত্মঘাতী হয়েছিলেন ওই রেশন ডিলার সুকুমার দাস সেই সিংহভাগ সমস্যা সরকার মেনে নিয়েছে। মেনে নিল তারই পরিপ্রেক্ষিতে সুকুমার দাসের পরিবার ও রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা টিভি চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে মৃত রেশন ডিলারের পরিবারের পাশে থেকে তাদের সমস্ত প্রাপ্তি পূরণে সহযোগিতা করার কথা বলেছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন, এম.আর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সুকুমার দাস এর পরিবারের পাশাপাশি, অন্যান্য রেশন ডিলারের সমস্যা ও অনেকটা সমাধানের পথে বলে জানালেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
অন্য খবর দেখুন