কলকাতা: উৎসবের মরশুমে করোনা বিধিতে ছাড় দেওয়ার কথা ভাবছে প্রশাসন। পুজোর পরে স্কুল-কলেজ খোলার কথা ভাবনা-চিন্তাও চলছে। এরই মাঝে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। যা দেখে উদ্বেগ বেড়েছে রাজ্য প্রশাসনের অন্দরে।
রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। আগের মতো শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। তারপরেই রয়েছে রাজধানী কলকাতা। মূলত কলকাতা এবং লাগোয়া দুই ২৪ পরগণা ও হাওড়া জেলায় বেড়েছে করোনা সংক্রমন এবং মৃত্যুর হার।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৪ জনের। এই সংখ্যা দু’টিই আগের দিন ছিল যথাক্রমে- ৭২৪ এবং ৮। একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে সংক্রমণ এবং মৃত্যুর হার। অন্যদিকে গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি।
আরও পড়ুন- মহিলারা মন্ত্রী হতে পারে না, সন্তান জন্ম দেওয়াই তাদের কাজ: তালিবান
১২৯ জন আক্রান্ত নিয়ে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। কলকাতার স্থান দ্বিতীয়ে। সেখানে আক্রান্তের সংখ্যা ১২৭ জন। পরবর্তী জেলাগুলি হচ্ছে নদিয়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়া। ওই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে- ৫৮, ৫৭, ৫৪ এবং ৫২ জন। এদিনের হিসেব ধরলে টানা ১০ দিন ধরে উত্তর ২৪ পরগণা জেলায় সংক্রমণ ১০০ জনের বেশি। যা যথেষ্ট উদ্বেগজনক।
আরও পড়ুন- ‘আমিও কাশ্মীরি পণ্ডিত’, জম্মুতে বললেন রাহুল, ‘সুযোগসন্ধানী’ বলে খোঁচা বিজেপির
মৃত্যুর সংখ্যায় এগিয়ে কলকাতা। সেখানে মৃত্যু হয়েছে পাঁচ জন রোগীর। উত্তর ২৪ পরগণায় তিন জনের এবং হুগলীতে দুই জনের মৃত্যু হয়েছে। দুই বর্ধমান, আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এ একজন করে করোনা রোগীর মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায়। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা আট হাজার ২১৯ জন। যা আগের থেকে সামান্য কম।