কলকাতা: অমিত মাল্যব্যকে ভার্চুয়ালি জেরা করতে পারবে কলকাতা পুলিশ। বিজেপি নেতাকে স্বস্তি দিয়ে জানাল হাইকোর্ট। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে।
সিআরপিসি’র ৪১-ক ধারা অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ পুলিশ পাঠিয়েছে, সেখানে কোনও তারিখ নেই। হাজিরা দেওয়ার নির্দিষ্ট দিনের পরে নোটিশ পৌঁছয় অভিযুক্তের কাছে। হাজিরা দেওয়ার জন্য ন্যূনতম সময় দেওয়া হচ্ছে। মামলাকারীর এই অভিযোগে সারবত্তা আছে মনে করায় আদালতের নির্দেশ, অভিযুক্তকে ৪৮ ঘণ্টার নোটিশ ই-মেল মারফত পাঠিয়ে ভিডিও কনফারেন্সে জেরা করা যাবে।
আরও পড়ুন: মুমূর্ষু দল এখন সঙ্কটে, কর্মীদের এক হওয়ার বার্তা বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর
২৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে নির্দেশ বিচারপতির জয় সেনগুপ্তের। একইসঙ্গে এই মামলার অভিযোগ সংক্রান্ত এফআইআর পুলিশের ওয়েবসাইটে অবিলম্বে দেওয়া নির্দেশও জারি হয়েছে। আদালত মনে করে, এফআইআর ওয়েবসাইটে আপলোড না করাটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।
দেখুন আরও অন্যান্য খবর: