কলকাতা: নির্বাচনে আদর্শ আচরণবিধি ভঙ্গ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল বিজেপি। বুধবার এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, রাজ্যের স্কুল শিক্ষা দফতরের বিলি করার নোটবইতে ছাপানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যা আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে।
বিজেপির বক্তব্য, নির্বাচনের দিন ঘোষণার পরে নোটবইতে মুখ্যমন্ত্রীর ছবি পড়ুয়াদের অভিভাবকদের প্রভাবিত করছে। এর পরিবর্তে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ছাপানো হোক বলে দাবি করেছে বিজেপি।
আরও পড়ুন: দিদির বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ ভাইয়ের