সোনারপুর: নির্বাচনের মহাযুদ্ধে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা (Jadavpur Lok Sabha) কেন্দ্রের বিজেপী প্রার্থী তথা চিকিৎসক অনির্বাণ গঙ্গোপাধ্য়ায় (BJP Candidate Anirban Ganguly)। মহারণে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি প্রার্থী। কোনও সময় পা, কোনও সময় মাথা ফাটা। প্রচারে নেমে নাম না করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিজেপি প্রার্থীর। মমতার সঙ্গে অভিষেককেও আক্রমণ করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না। সেদিন আমরাও দেখে নেব। সরাসরি তৃণমূলকে হুমকি বিজেপি প্রার্থীর।
আরও পড়ুন: এবার বেলাগাম দিলীপের মুখে দাদাগিরির কথা
বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনও সময় পা, কোনও সময় মাথা ফাটা, এক প্রকার নাম না করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নাম না করেও তিনি বলেন, জোর গলায় বলছে, কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবারে। একটা লোকসভা। কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না। একটা তো গিয়েছে ভেতরে, এবং গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব। সোনারপুরের কালিবাজার এলাকায় একটি পথসভায় যোগ দেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। তিনি কিছুক্ষণ পথসভায় বক্তব্য রাখার পর সোজা একটি বাজারে ঢুকে যায়। সেখানে ঢুকে ব্যবসায়ীদের সঙ্গেও আলাপচারিতা করেন। তার মাঝেই ব্যবসায়ীদের মধ্যে থেকে উঠল জয় শ্রীরাম শ্লোগান। ব্যবসায়ীদের থেকে এ ধরনের সারা পেয়ে’ অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।
দেখুন ভিডিও