বীরভূম: সিদ্ধপীঠ হিসেবে পরিচিত বীরভূমের তারাপীঠকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে চাই। ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি যেভাবে উন্নয়ন হয়েছে সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। বীরভূম লোকসভা কেন্দ্রের (Birbhum Lok Sabha) বিজেপি (BJP) প্রার্থী ঘোষণা হওয়ার পর বীরভূমের মাটিতে পা রেখে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা দেবাশীষ ধরের (Ex-IPS Debasish Dhar)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
দীর্ঘ জল্পনা কাটিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরের। সোমবার সন্ধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রের জেলার সদর শহর সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে এসে পৌঁছন বিজেপি নেতা দেবাশীষ ধর। আগে থেকেই বিজেপির নেতা কর্মীরা, অপেক্ষা করছিল প্রার্থী দেবাশিস ধরের জন্য। বিজেপি প্রার্থী দেবাশীষ ধর সিউড়ির বিজেপির দলীয় কার্যালয়ে এসে পৌঁছতে বিজেপি নেতাকর্মীরা দেবাশীষ ধরকে স্বাগত জানায়।
আরও পড়ুন: ভরা গ্রীষ্মে নির্বাচন, একাধিক পদক্ষেপ কমিশনের
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বীরভূম হচ্ছে তীর্থ কেন্দ্র। এখানে যেমন সতীপীঠ গুলো রয়েছে। তেমন বামাক্ষ্যাপার সাধনাস্থল রয়েছে, রয়েছে তারাপীঠ। তারাপীঠকে আমরা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে চাই। এছাড়াও ভারতবর্ষের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতে যেভাবে উন্নয়ন হয়েছে, তার নিরিখে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর এই বিষয়গুলোকে পূর্ণ করবে।
আরও খবর দেখুন