বাঁকুড়া: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার (Accident ) শিকার হল উচ্চ মাধ্যমিকের তিন পরীক্ষার্থী (HS Examinees Injured)। বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কায় গুরুতর জখম তিন উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষার্থী। আহত অবস্থায় তিন পরীক্ষার্থীকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Sammilani Medical College & Hospital ) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাবি ধসার প্রকোপ বাড়ায় দুঃশ্চিন্তায় কৃষকরা
আরও পড়ুন:কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৮)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলিয়াতোড় হাইস্কুলের পরীক্ষার্থীরা এবার পরীক্ষাকেন্দ্র হয়েছে ছান্দার উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে বেলিয়াতোড় হাইস্কুলের শুভম দাস, প্রিয়জিৎ গরাই ও রনিত রক্ষিত নামের তিন পরীক্ষার্থী একটি বাইকে চড়ে বেলিয়াতোড়ে ফিরছিল। মুড়াকাটার কাছে একটি টোটোকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই তিন পরীক্ষার্থীর বাইকে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় ওই তিন পরীক্ষার্থী। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলিয়ায়তোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে জখম তিন ছাত্রকে নিয়ে আসা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে তিন ছাত্রকে দেখতে হাসপাতালে আসেন জেলা পরিষদের সভাধিপতি। খোজ নেন ছাত্রদের চিকিৎসা ব্যবস্থার। হাসপাতালের সুপারের সঙ্গে ছাত্রদের চিকিৎসা সংক্রান্ত কথাও বলেন সভাধিপতি।
অন্য খবর দেখুন