কালচিনি: মুখ্যমন্ত্রীর আসার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ৩৩টি পরিবার। শুক্রবার রাতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের চুয়াপাড়া অঞ্চলে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়। ওই কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে ৩৩টি পরিবার। আগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কালচিনি ব্লক সাধারণ সম্পাদক হায়দার আনসারী। গতকালকের যোগদান কর্মসূচিতে তৃণমূল অঞ্চল সভাপতি সহ ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতৃত্বরা জানান, আগামী ১০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসছেন। তার আগে আজ ৩৩টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। দিদির উন্নয়নমূলক কাজ দেখিয়ে তারা তৃণমূলের যোগদান করেছে। জেলা সফরে আসার আগে তাঁরা এই যোগদান কর্মসূচির মাধ্যমে দলনেত্রীকে একটা ছোটো উপহার দেওয়ার চেষ্টা করেছে বলে জানালেন তাঁরা।
আরও পড়ুন: মগরাহাটে অজানা জন্তুর কামড়ে জখম ২০
প্রসঙ্গত,ছ’দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের ঘোষণা করেন তিনি। মমতা বলেন, দার্জিলিং ও কালিম্পংয়ে আইটি সেক্টর ও এডুকেশন হাব হবে। পাহাড়ে লগ্নির জন্য ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএকে আরও ৭৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। একইসঙ্গে তিনি বলেন, ১ হাজার ২০০ জনকে পাট্টা দেওয়া হবে। সেইসঙ্গে আরও পাট্টা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।