বহরমপুর: আরও দুই শিশুর মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে কম ওজনের দুই শিশুর মৃত্যু হয়েছে এসএনসিইউ ওয়ার্ডে। এ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। বিভিন্ন নার্সিং হোম সহ লালবাগ, ডোমকল, জঙ্গিপুর হাসপাতাল থেকেও আশঙ্কাজনক নবজাতকদের রেফার করা হচ্ছে। গত তিনদিনে ১৫ শিশুর মৃত্যুতে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। শিশুবিভাগের এই হাল নিয়েও উঠছে প্রশ্ন।
এদিকে আজই স্বাস্থ্য দফতর থেকে আরও দুই অধিকারিক আসেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশু মৃত্যু নিয়ে তদন্ত করতেই ওই দুই সাস্থ্য আধিকারিক এসেছেন বলে সূত্রের খবর। হাসপাতালের সহ অধ্যক্ষর ঘরে চলছে বৈঠক।
আরও পড়ুন: মমতা সফরের আগে কালচিনিতে বিজেপি ছেড়ে তৃণমূলে ৩৩ পরিবার