ওড়িশা: ওড়িশায় (Odisha) আলুর (Potato) তীব্র সঙ্কট দেখা গিয়েছে। আর তাকে নিয়েই রাজনীতি শুরু হয়েছে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে যাতে আলুর জোগান পাওয়া যায় সেজন্য শাসক বিরোধী সব শিবিরই চেষ্টাতে প্রতিযোগিতা শুরু করেছে। শাসক বিজেপি থেকে বিরোধী বিজেডি পিছিয়ে নেই কেউ। ইতিমধ্যে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। তিনি জানিয়েছেন, বৃষ্টির জন্য আলুর জোগানে সঙ্কট তৈরি হয়েছে ওড়িশায়। যাতে চরম সমস্যায় সাধারণ মানুষ। এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। সেখানে আলু নিয়ে সাহায্য চেয়েছেন।
পশ্চিমবঙ্গে আলু নিয়ে সম্প্রতি ধর্মঘট জারি ছিল। তা উঠলেও ভিন রাজ্যে আলু রফতানি হয় না এখন। এখানেও আলুর দাম চড়ার দিকেই। তারই মধ্যে সাহায্য চাইছে ওড়িশা। সাধারণত ওড়িশায় প্রতি বছর ১৩ লক্ষ মেট্রিক টন আলুর দরকার হয়। সেখানে উৎপাদন হয় মাত্র ৩ লক্ষ মেট্রিক টন। সেখানে খোলা বাজারে এখন আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। যদিও সেখানকার রাজ্য সরকার জানিয়েছে, আলু প্রতি কেজিতে ৩২ টাকার বেশি দরে বিক্রি করা যাবে না। এই পরিস্থিতিতে ওড়িশা পশ্চিমবঙ্গের মুখাপেক্ষী।
আরও পড়ুন: মণিপুর হতে চলেছে মহারাষ্ট্র, আশঙ্কা শরদ পাওয়ারের
আরও খবর দেখুন