কলকাতা: বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। এশিয়া কাপে ‘স্ট্যান্ড বাই’ হিসেবে নিয়ে যাওয়া সঞ্জু স্যামসনের (Sanju Samson) ভাগ্যে শিকে ছেঁড়েনি। প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) মনে করছেন, সঞ্জুকে না নিয়ে সূর্যকে নেওয়ার সিদ্ধান্ত সঠিক। সূর্যকে প্রথম একাদশে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। ভাজ্জি এও বলেছেন, ‘স্কাই’ যা পারে তা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাও (Rohit Sharma) পারেন না।
ক্রীড়া সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের (Star Sports) এক আলোচনায় হরভজন বলেন, “আমি মনে করি সূর্যকুমার যাদব একজন কমপ্লিট খেলোয়াড়। সঞ্জু স্যামসনের প্রতি নির্বাচকরা অবিচার করেছেন এটা আমার মনে হয় না। সঞ্জু খুবই ভালো খেলোয়াড়, ভালো মানের খেলোয়াড়। কিন্তু নির্বাচন করা যাবে ১৫ জনকেই তাই সঞ্জুর আগে সূর্যকে নেওয়ার সিদ্ধান্ত সঠিক।”
আরও পড়ুন: ইউএস ওপেনে মহেন্দ্র সিং ধোনি, উপভোগ করলেন আলকারাজের জয়
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে টার্বুনেটর বলেন, “মাঝের ওভারগুলোয়া সূর্যকুমারের হাতে যে খেলা আছে তা সঞ্জুর নেই। হয়তো প্রথম বলেই বড় শট নিতে পারে কিন্তু সূর্য নির্ভরতা দেয়, বড় রান করার ক্ষমতা আছে। সঞ্জু যেরকম ক্রিকেট খেলে তাতে আউট হওয়ার অনেক সম্ভাবনা থাকে। অনেকে বলবেন ওয়ান ডে ক্রিকেটে ও কী এমন করেছে, কিন্তু টি২০তে ও যা করেছে তাতে সেইটুকু সময় যদি ও ক্রিজে থাকে তাহলে ওই পোজিশনে ওর থেকে ভালো কেউ নেই।”
এখানেই না থেকে হরভজন বলেন, ওই পোজিশনে সঞ্জু যা করতে পারে তা বিরাট কোহলি পারবে না, সঞ্জু কিংবা রোহিত শর্মাও পারবে না। ও যেটা করে, পাঁচ-ছয় নম্বরে ব্যাট করা সেটা কঠিন কাজ, এই কাজটা ধোনি করে এসেছে যুবরাজ সিং করেছে। হরভজনের যুক্তি, পাঁচ-ছয় নম্বরে ব্যাট করলে সেট হওয়ার সময় কম। বাউন্ডারি মারতে হলে কোথায় কোথায় গ্যাপ খুঁজে বের করা যায় তা জানতে হবে এবং সেই কাজ সূর্যকুমারের থেকে ভালো কেউ পারে না।