মুম্বই: নতুন ছবিতে জুটি বাঁধছেন বি-টাউনের জনপ্রিয় তিন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), কৃতি শ্যানন (Kriti Shanon) এবং তাবু (Tabbu)। আসছে রাজেশ কৃষ্ণণ (Rajesh Krishnan) পরিচালিত নতুন ছবি ‘ক্রু’ (Crew)। এই ছবিতেই একজোটে দেখা যাবে বি-টাউনের জনপ্রিয় তিন অভিনেত্রীকে। তিনজনেই বিমানসেবিকার চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগেই ছবিতে তাদের লুক প্রকাশ্যে এসেছিল। আর এবার প্রকাশ্যে এল ‘ক্রু’-এর টিজার (Crew Teaser)। আর সেখানেই তুলকালাম কাণ্ড বাঁধালেন কারিনা, কৃতি, তাবু।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
টিজার দেখেই বোঝা গেল আদ্যোপান্ত কমেডির ঘরানার ছবি হতে চলেছে ‘ক্রু’। আর তাতেই বিমানসেবিকার ভূমিকায় দেখা গেল কারিনা, কৃতি, তাবুকে। এই তিন ‘ক্রু’-ই যত মিষ্টি ততই বদমাইশ। তাই তো তাব্বুর চরিত্রকে বলতে শোনা যাচ্ছে, “উচিত হোগা কে আপ আপনি পাতলুন কে পেটি কো কসকে বাঁধলে।” বিমান সেবিকার ভেক ধরে যাত্রীদের লুটে নেওয়াই একমাত্র লক্ষ্য় তাদের। রাজেশ এ কৃষ্ণান পরিচালিত এই ছবির টিজারের শেষভাগে দেখা গেল এক মৃত যাত্রীর সারা শরীরে লাগানো রয়েছে সোনার বিস্কুট। সেখান থেকেই হাসি, মজা, বদমাইশি মিশিয়ে টিজারে নতুন মোড় পাওয়া গেল।
আরও পড়ুন: স্রষ্টার জন্য ধন্যবাদ, বাবলির জন্য খোলা চিঠি শুভশ্রীর
একতা কাপুর ও রেহা কাপুরের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। এর আগে ‘ভিরে দ্য ওয়েডিং’ (Veere Di Wedding) ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। ‘ক্রু’ একসঙ্গে তাঁদের দ্বিতীয় কাজ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) ও কপিল শর্মা (Kapil Sharma)-কে। এছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মাকে। আগামী ২৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘ক্রু’।
আরও খবর দেখুন