ঢাকা: গত বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার (Dhaka) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী (Bangladeshi Actress) নুসরত ফারিয়া (Nusraat Faria Mazhar)। নিজের বাড়িতেই হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপরই অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যাচ্ছে, শনিবার বাড়ি ফিরেছেন অভিনেত্রী। নুসরতের ম্যানেজার জানিয়েছেন, অভিনেত্রী এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। তাই চিকিৎসকের পরামর্শে শনিবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় নুসরত লেখেন, ‘এখন আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ মেনে কিছুদিন বিশ্রামেই থাকবেন অভিনেত্রী বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: আইনি নোটিস জারি হল শাহরুখ, অক্ষয়, অজয়ের বিরুদ্ধে!
প্রসঙ্গত, ঢালিউডের পাশাপাশি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন নুসরত ফারিয়া। ‘আশিকি’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’-এ মুখ্য চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
আরও খবর দেখুন