নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে বেরোবার সময় চূড়ান্ত রেগে গেলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। রেগে গিয়ে অনুরাগীদের ধমক দিতেও ছাড়লেন না প্রবীণ অভিনেতা। কিন্তু হঠাৎ কেন এভাবে রেগে গেলেন নাসিরুদ্দিন?
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
জানা যাচ্ছে, অভিনেতা যখন বিমানবন্দর থেকে বেরচ্ছিলেন, তখন আচমকাই কয়েক জন অনুরাগী ছুটে আসেন তাঁর দিকে। বারবার সেলফি তোলার আবদারও জানাতে থাকে তারা। প্ৰথমে খুব ঠান্ডা মাথায় অনুরাগীদের জানিয়ে দেন তিনি সেলফি তুলবেন না। কিন্তু অনুরাগীদের বারবার আবদারে বিরক্ত হয়ে পড়েন নাসিরুদ্দিন। তখনই মেজাজ হারিয়ে অনুরাগীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহকে বলতে শোনা যায়, আরে এত বিরক্ত করছেন কেন আপনারা। একবার বললে কি আপনাদের কানে কোনও কথা যায় না?”। সেই মুহূর্তই সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে।
View this post on Instagram
আরও খবর দেখুন