নিউইয়র্ক: ভারতীয় ক্রিকেট তারকাদের টেনিসের প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। অনেক বছর ধরেই উইম্বলডনে (Wimbledon) দর্শকাসনে দেখা গিয়েছে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। পরবর্তীকালে শচীনের পাশে বসে থাকতে দেখা গিয়েছে বিরাট কোহলিকেও (Virat Kohli)। এবার টেনিসপ্রেমীর দলে নাম লেখালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni)। অবশ্য উইম্বলডন নয়, তাঁকে দেখা গেল নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে (Arthur Ashe Stadium)। ইউএস ওপেনে (US Open) কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) বনাম আলেকজান্ডার জেরেভের খেলা দেখতে গিয়েছিলেন ধোনি।
খেলার মধ্যে বিরতিতে চেয়ারে বসে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছিলেন আলকারাজ। তাঁর বাঁ কাঁধের পাশে কিছুটা দূরে ধোনিকে লক্ষ করা যায়। এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন তিনি, বেশ হাসাহাসিও করতে দেখা যায়। ইউএস ওপেন সম্প্রচারকারী চ্যানেল ধোনিকে দেখতে পেয়ে তাঁর উপর ক্যামেরা ফোকাস করে। প্রসঙ্গত, গত বছরও ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন ভারতের সফলতম অধিনায়ক। তিনি এবং আর এক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) ইয়ানিক সমারের বিরুদ্ধে আলকারাজের খেলা দেখেছিলেন।
আরও পড়ুন: দুর্ভাগ্যের শিকার ভারত, ইরাকের কাছে হারতে হল টাইব্রেকারে
Like us, @msdhoni is a tennis fan too ?
Indian cricket sensation Mahendra Singh Dhoni was in the audience for the quarter-final clash between @carlosalcaraz & @AlexZverev ?#SonySportsNetwork #USOpen | @usopen pic.twitter.com/STPmLlCdvS
— Sony Sports Network (@SonySportsNetwk) September 7, 2023
মনে হচ্ছে স্প্যানিশ তরুণ টেনিস খেলোয়াড়ের ভক্ত ধোনি। এ বছরও তাঁর খেলা দেখতে হাজির হয়েছেন। ওই ম্যাচে জেরেভকে ৬-৩, ৬-৪, ৬-২ ফলে উড়িয়ে দিয়েছেন আলকারাজ, উঠে গিয়েছেন সেমিফাইনালে। গত বছর এই টুর্নামেন্ট জিতেছিলেন তিনি এবং ওটাই ছিল তাঁর প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব। এ বছর ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের (Novak Djokovic) কাছে হারের বদলা উইম্বলডনে নেন আলকারাজ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে ফের এই দ্বৈরথ হতে পারে।
ফাইনালে ওঠার পথে জকোভিচকে খেলতে হবে অবাছাই বেন শেলটনকে। সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ দানিল মেদভেদেভ। এই মেদভেদেভই কিছুদিন আগে বলেছিলেন, সমস্ত গ্র্যান্ডস্ল্যামের ফাইনাল যাতে জকোভিচ বনাম আলকারাজ না হয় তার চেষ্টা করবেন তিনি। তবে আলকারাজকে সামলানো রুশ তারকার পক্ষে খুবই কঠিন। সেমিফাইনাল আসার পথে মাত্র একটা সেট খুইয়েছেন আলকারাজ।